তৌহিদ-জয়শঙ্করের বৈঠক, একসঙ্গে কাজ করতে চায় দুই দেশ

১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৩:১২ PM
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে © সংগৃহীত

ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনের একফাঁকে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কে যেসব চ্যালেঞ্জ দেখা দিয়েছে, সেগুলো মোকাবিলায় একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) বাংলাদেশ-ভারতের শীর্ষ পর্যায়ের দুই ব্যক্তিত্বের মধ্যে এই বৈঠক হয়। বাংলাদেশে ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টার এটা দ্বিতীয় বৈঠক। এর আগে গত সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে একবার আলোচনার টেবিলে বসেছিলেন তারা।

আজ মাস্কটে বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই দেশের সম্পর্কে দেখা দেওয়া চ্যালেঞ্জসমূহ দূর করতে একসঙ্গে কাজ ওপর গুরুত্ব দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শীর্ষ এই কূটনীতিকেরা।

বৈঠকের পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর এক্সে (সাবেক টুইটার) একটি পোস্ট দিয়েছেন। দুইজনের ছবি দিয়ে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ হল। আলোচনার কেন্দ্রে ছিল দ্বিপক্ষীয় সম্পর্ক, বিমসটেক নিয়েও আলোচনা হয়েছে।’

মুক্তিযুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য স্মরণীয় মার্ক টালির মৃ…
  • ২৭ জানুয়ারি ২০২৬
ক্ষমতার লোভে ইসলামের নামের বাক্স ছিনিয়ে নেওয়া হয়েছে: পীর সা…
  • ২৭ জানুয়ারি ২০২৬
বরগুনায় প্রকাশ্যে নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ নিষিদ্ধ ছাত্…
  • ২৭ জানুয়ারি ২০২৬
এবার এরশাদ উল্লাহর বক্তব্য চলাকালীন ককটেল বিস্ফোরণ
  • ২৭ জানুয়ারি ২০২৬
ঝালকাঠিতে বিএনপি অফিস ভাঙচুর, আহত ১
  • ২৭ জানুয়ারি ২০২৬
চাঁদাবাজির প্রতিবাদ করায় হামলা, ক্র্যাবের ১০ সাংবাদিক আহত
  • ২৭ জানুয়ারি ২০২৬