কাচ্চির টেবিলে ড. ইউনূসের সঙ্গী হতে চান ময়ূখ

ময়ূখ ও ড. ইউনূস
ময়ূখ ও ড. ইউনূস  © সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের সঙ্গে আলোচনার পর এবার ভারতীয় সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ বাংলাদেশের পরিস্থিতি সরেজমিনে দেখতে আগ্রহ প্রকাশ করেছেন। তবে শুধু তথ্য সংগ্রহই নয়, তিনি চান বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার কাচ্চি, পায়েস ও পিঠার স্বাদ নিতে, আর সেই সঙ্গে ড. ইউনূসের একটি বিশেষ সাক্ষাৎকার নিতে।

রিপাবলিক বাংলার উপস্থাপক ও স্ক্রিপ্ট রাইটার ময়ূখ রঞ্জন ঘোষ, যিনি বাংলাদেশের গণমাধ্যমের আলোচনায় প্রায়ই উঠে আসেন, এবার মুখোমুখি হন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের।

‘জবাব চায় বাংলা’ টকশোতে আলোচিত হয় বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন ইস্যু, যার মধ্যে ছিল শেখ হাসিনার ছবি ডাস্টবিনে পাওয়া, চিন্ময় কৃষ্ণ দাস প্রসঙ্গ, সেন্টমার্টিন বিক্রির গুজবসহ আরও গুরুত্বপূর্ণ বিষয়। আলোচনায় প্রেস সচিব শফিকুল আলম দৃঢ়ভাবে তার বক্তব্য তুলে ধরেন।

আলোচনার একপর্যায়ে প্রেস সচিব ময়ূখকে বাংলাদেশে এসে বাস্তব চিত্র দেখার আমন্ত্রণ জানান। জবাবে ময়ূখ জানান, তিনি বাংলাদেশে আসার পরিকল্পনা করছেন এবং এখানে এসে কাচ্চি, পায়েস ও পিঠা খাওয়ার পাশাপাশি ড. ইউনূসের একটি সাক্ষাৎকার নেওয়ার ইচ্ছা প্রকাশ করেন।

প্রসঙ্গত, রিপাবলিক বাংলা চ্যানেলটি ৫ আগস্টের পর থেকে বাংলাদেশ সম্পর্কিত বিভিন্ন সংবাদ পরিবেশন করছে, যা নিয়ে আলোচনা-সমালোচনা দুটিই চলছে। টকশোতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ময়ূখকে স্পষ্টভাবে জানান যে, তাদের প্রতিবেদনে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য রয়েছে, যা বাস্তব পরিস্থিতির সঙ্গে মিল নেই।


সর্বশেষ সংবাদ