জাতীয় নির্বাচন কবে হবে, জানালেন সিরিয়ায় অন্তর্বর্তী প্রেসিডেন্ট

০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৫:২২ PM
আহমেদ আল শারা

আহমেদ আল শারা © সংগৃহীত

প্রথমবারের মতো জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আহমেদ আল শারা। সোমবার (৩ ফেব্রুয়ারি) দেশটির টেলিভিশন চ্যানেল সিরিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, নির্বাচনের জন্য আরও ৪ থেকে ৫ বছর পর্যন্ত অপেক্ষা করতে হবে সিরিয়াবাসীকে।

নির্বাচন সংক্রান্ত এক প্রশ্নের উত্তরে শারা বলেন, ‘আমার অনুমান, নির্বাচনের জন্য আরও চার কিংবা পাঁচ বছর অপেক্ষা করতে হবে আমাদের। কারণ এজন্য একটি বড় অবকাঠামো প্রয়োজন এবং সেই অবকাঠামো নির্মাণ কিংবা পুনঃনির্মাণ করতে সময়ের প্রয়োজন।’

‘যেমন প্রথম কাজ হলো জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা। বিশ্বের কোনো দেশে জনশুমারি ও ভোটারতালিকা হালনাগাদ করা ছাড়া নির্বাচন অসম্ভব।’

আহমেদ আল শারা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদে সিরিয়া আন্তর্জাতিক আইন-কানুন জারি করা করা হবে এবং সেসবের ভিত্তিতেই হবে জাতীয় নির্বাচন।

তিনি বলেন ‘সিরিয়া শেষ পর্যন্ত একজন নির্বাচিত প্রেসিডেন্ট এবং তার নেত্বাধীন নির্বাচিত সরকারের অধীনে যাবে।’

গত ডিসেম্বরে সিরিয়ার সরকারবিরোধী রাজনৈতিক দল ও কয়েকটি সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর দুর্দান্ত অভিযানে পতন ঘটে প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার নেতৃত্বাধীন সরকারের। দামেস্কের পতনের পর সপরিবারে দেশ থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন আসাদ। আহমেদ আল শারা ছিলেন সেই সরকার পতন অভিযানে নেতৃত্ব দেওয়া সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হায়াত তাহরির আল শামসের প্রধান সংগঠক এবং শীর্ষ কমান্ডার।

গত ৩০ ডিসেম্বর সরকারপতন অভিযানে অংশ নেওয়া দল ও গোষ্ঠীগুলো আহমেদ আল শারাকে সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করে। নির্বাচনের আগ পর্যন্ত দেশ পরিচালনার জন্য একটি অন্তবর্তী সরকার গঠনের ক্ষমতাও প্রদান করা হয় তাকে।

সাক্ষাৎকারে অন্তর্বর্তী সরকার গঠনের শিগগিরই একটি প্রস্তুতিমূলক কমিটি গঠন করা হবে। তারপর জাতীয় পর্যায়ে সম্মেলনের আয়োজন করে সবার মতামতের ভিত্তিতেই গঠন করা সেই সরকার।

‘আমরা সিরিয়ায় একটি অন্তর্ভূক্তিমূরক অন্তর্বর্তী সরকার দেখতে চাই। এমন একটি সরকার, যা সিরিয়ার সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠবে।’

সেঞ্চুরি মিস হৃদয়ের, চ্যালেঞ্জিং পুঁজি রংপুরের
  • ১১ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় অর্ধশতাধিক মাদ্রাসা শিক্ষার্থীসহ পাঁচ গুণী শিক্ষকক…
  • ১১ জানুয়ারি ২০২৬
ঢাবি অধিভুক্ত প্রযুক্তি ইউনিটের ভর্তি আবেদন শুরু ১৪ জানুয়ারি
  • ১১ জানুয়ারি ২০২৬
ফেনীর তিনটি আসনে নির্বাচনী মানচিত্র বদলাবে প্রায় ৬ লাখ তরুণ…
  • ১১ জানুয়ারি ২০২৬
ইটভাটা থেকে ৭ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছিলেন মাসুম বিল্লাহ
  • ১১ জানুয়ারি ২০২৬
লাজ ফার্মায় চাকরি, পদ ১২, আবেদন এইচএসসি পাসেই
  • ১১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9