যুক্তরাষ্ট্রের সবচেয়ে ধনী প্রেসিডেন্ট ট্রাম্প—কত টাকার মালিক, মাসে বেতন কত?

ডোনাল্ড ট্রাম্প
ডোনাল্ড ট্রাম্প  © সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে সোমবার (২০ জানুয়ারি) শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন শুরু করেছেন তিনি। দেশটির ইতিহাসে সবচেয়ে সম্পদশালী প্রেসিডেন্টও তিনি। তার সম্পদের পরিমাণ নিয়ে শুরু হয়েছে আলোচনা।

ডোনাল্ড ট্রাম্পের অঢেল সাম্রাজ্য নিয়ে আগে থেকেই মানুষের কৌতূহল রয়েছে। সম্প্রতি সে কৌতূহলের মাত্রা দিগুণ হয়েছে। অনেকে জানতে আগ্রহী কত টাকার মালিক ডোনাল্ড ট্রাম্প? বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট হিসেবে কত বেতন পাবেন তিনি?

নিজের অঢেল সাম্রাজ্য আর অর্থ-সম্পদ নিয়ে বিভিন্ন সময় বড়াই করতে দেখা গেছে ডোনাল্ড ট্রাম্পকে। ব্যবসায়ী পরিবারের সন্তান হওয়ার সুবাদে জন্মগতভাবে বিত্তশালী তিনি। আর হোটেল ও রিয়েল এস্টেট ব্যবসার মধ্য দিয়ে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্টের মোট সম্পদের পরিমাণ নিয়ে ধোঁয়াশা থাকলেও, আয়ের উৎস সম্পর্কে ধারণা দিয়েছে অনেক গণমাধ্যম।

বলা হয়, ট্রাম্পের আসল সাম্রাজ্য হলো দ্য ট্রাম্প অরগানাইজেশন। পৈতৃক সূত্রে তিনি এর মালিকানা পান। এছাড়া তার সম্পদের মধ্যে অন্যতম নিউইয়র্কে ৪০ ওয়াল স্ট্রিট, ম্যানহাটনের ট্রাম্প টাওয়ার, ভ্যানকুভারে ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল অ্যান্ড টাওয়ার, লাস ভেগাসের ট্রাম্প ইন্টারন্যাশনাল হোটেল, সানফ্রান্সিস্কোর বহুতল ভবন ও ফ্লোরিডার বিলাসবহুল অবকাশ যাপন কেন্দ্র। এ ছাড়াও যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, সংযুক্ত আরব আমিরাতে ১৭টি গলফ কোর্সের মালিক তিনি। যেখান থেকে প্রতি বছর বিপুল অঙ্কের অর্থ আসে ট্রাম্পের পকেটে। তিনি ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপের প্রায় ৫৭ শতাংশ মালিক।

৭৮ বছর বয়সি ট্রাম্প ব্যক্তিগত সম্পদ এবং নগদ অর্থের পরিমাণে ৬.৪৯ বিলিয়ন বা ৬৪৯ কোটি ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৭ হাজার ৬৪৫ কোটি টাকার বেশি। এ ছাড়া তার সোশ্যাল মিডিয়া এবং ব্র্যান্ড বিজনেস ১৬ কোটির, নিউইয়র্কে অন্যান্য ব্যবসা ১৯ কোটি ডলার সমমূল্যের। বিগত সাত বছর ডোনাল্ড ট্রাম্প ৪৬ শতাংশ সম্পদ খুইয়েছেন বলেও অনেক সংবাদমাধ্যমে উঠে এসেছে।

যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, একজন প্রেসিডেন্ট বছরে বেতন পান ৪ লাখ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪ কোটি ৭৮ লাখ টাকা। অর্থাৎ প্রতি মাসে বেতন পান বাংলাদেশি মুদ্রায় প্রায় ৪০ লাখ টাকা। এ ছাড়া প্রতি বছর আনুষঙ্গিক ব্যয় হিসেবে একজন প্রেসিডেন্ট পান ৫০ হাজার ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৬৯ লাখ টাকা।

আমেরিকার প্রেসিডেন্ট বিনোদন ভাতা হিসেবে বছরে পান ১৯ হাজার মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় ২৩ লাখ টাকার বেশি। এমনকি দায়িত্ব ছেড়ে দেওয়ার পরও মার্কিন প্রেসিডেন্টরা সরকারি তহবিল থেকে নির্দিষ্ট অঙ্কের বেতন পেয়ে থাকেন। শুধু তাই নয়, হোয়াইট হাউস সাজানোর জন্য ১ লাখ ডলার বা প্রায় ১ কোটি ১৯ লাখ টাকা পেয়ে থাকেন প্রেসিডেন্টরা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence