বিশ্বে প্রথমবারের মতো মানুষ বনাম রোবট ম্যারাথন

২০ জানুয়ারি ২০২৫, ০৪:১৬ PM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৩:৩৬ PM
চলতি বছরের এপ্রিলে রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে

চলতি বছরের এপ্রিলে রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড় অনুষ্ঠিত হবে © সংগৃহীত

বিশ্বে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে রোবট বনাম মানুষের ম্যারাথন দৌড়। ২১ কিলোমিটারের এই ম্যারাথন দৌড়ে অংশ নেবে ২০টি কোম্পানির তৈরি কয়েক ডজন মানবসদৃশ (হিউম্যানয়েড) রোবট এবং ১২ হাজার মানব অ্যাথলেট। চলতি বছরের এপ্রিল মাসে  চীনের রাজধানী বেইজিংয়ের অন্তর্গত ড্যাক্সিং প্রশাসনিক জেলায় হবে এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। 

চীনা সংবাদমাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্টের এক প্রতিবেদন থেকে এ  তথ্য জানা গেছে।  

প্রতিবেদনে বলা হয়, চীন বিশ্বের প্রথম ম্যারাথন আয়োজনের জন্য প্রস্তুতি নিচ্ছে যেখানে মানুষ এবং রোবট উভয় দৌড়বিদঅংশগ্রহণ করবেন। বেইজিংভিত্তিক অন্যতম প্রশাসনিক সংস্থা ইকোনোমিক-টেকনিক্যাল ডেভেলপমেন্ট এরিয়া এই দৌড়ের প্রধান আয়োজক। এপ্রিলে বেইজিংয়ের ড্যাক্সিং জেলায় নির্ধারিত এই হাফ-ম্যারাথনে (২১ কিমি) কমপক্ষে কয়েক ডজন মানবিক রোবট ১২,০০০ মানব ক্রীড়াবিদদের সাথে প্রতিযোগিতা করবে বলে আশা করা হচ্ছে।  শীর্ষ তিন দৌড়বিদ পুরস্কার পাবেন। চাকার মাধ্যমে নয় বরং মানুষের মতোই দৌড়াবে এসব রোবট। চাকার মাধ্যমে নয় বরং মানুষের মতোই দৌড়াবে

প্রতিবেদনে আরও বলা হয়েছে, ম্যারাথনে রিমোট নিয়ন্ত্রিত কিংবা রিমোট নিয়ন্ত্রণ ছাড়াই চলতে সক্ষম— উভয় ধরনের রোবট অংশ নেবে। অপারেটররা দৌড় চলার মধ্যেই প্রয়োজনীয় সময়ে সেগুলোর ব্যাটারি পরিবর্তন করতে পারবেন।

এ ম্যারাথনে অংশ নিচ্ছে চীনের ‘রোবট তারকা’ তিয়াংগং। মানবসদৃশ এই রোবটটি প্রস্তুত করেছে এম্বোডিড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টস রোবোটিক ইনোভেশন সেন্টার নামে এক চীনা কোম্পানি। তিয়াংগং প্রতি ঘণ্টায় ১০ কিলোমিটার গতিতে দৌড়াতে সক্ষম।

গত বছর বেইজিংয়ে ইঝুয়াং হাফ ম্যারাথনে অংশগ্রহণের পর তিয়ানগং শিরোনামে উঠে আসে, সেখানে এটি মানব প্রতিযোগীদের পাশাপাশি শুরু এবং শেষ উভয় লাইনেই দৌড়ায়। তবে, সেটি কোনো প্রতিযোগিতা ছিল না। এপ্রিলেই প্রথমবারের মতো মানুষ ও মানবসদৃশ্য রোবটের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে।  পুরো দৌড়ে অংশগ্রহণ করবে।

এই উদ্যোগটি এমন এক সময়ে এসেছে যখন চীন জনসংখ্যাগত চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যার মধ্যে রয়েছে বয়স্ক জনসংখ্যা এবং ক্রমশ কমতে থাকা কর্মক্ষম জনসমষ্টি। অবশ্য গত কয়েক বছরে চীনে অটোমেশন এবং রোবোটিক্সে ব্যাপক মাত্রায় বিনিয়োগ হয়েছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিযোগিতার অংশ হিসেবে দেশটি এত ক্ষমতাসীন কমিউনিস্ট সরকার স্বনির্ভরতা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধিকে গতিশীল করতে মানবসদৃশ রোবটকে অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে চিহ্নিত করেছে।

ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ রোবোটিক্সের মতে, চীনা গ্রাহকরা ২০২৩ সালে ২৭৬,২৮৮টি রোবট ক্রয় করেছে যা বিশ্বের মোট রোবটের ৫১ শতাংশ। আগামী আগস্টে একটি ক্রীড়া টুর্নামেন্টের পরিকল্পনাও করছে বেইজিং, যেখানে মানবসদৃশ রোবটরা ট্র্যাক অ্যান্ড ফিল্ড, ফুটবল এবং অন্যান্য দক্ষতা-ভিত্তিক চ্যালেঞ্জগুলোতে প্রতিযোগিতা করবে।

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬