যুদ্ধবিরতিতে পৌঁছাল হামাস-ইসরায়েল

১৫ জানুয়ারি ২০২৫, ১১:২১ PM , আপডেট: ১৪ জুলাই ২০২৫, ০৩:২৬ PM

অবশেষে যুদ্ধবিরতি চুক্তিতে রাজি হয়েছে হামাস ও দখলদার ইসরায়েল। বুধবার (১৫ জানুয়ারি) উভয় দেশই যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংবাদ মাধ্যম আল জাজিরাকে হামাস জানিয়েছে, তাদের প্রতিনিধিদল মধ্যস্থতাকারীদের কাছে যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় চুক্তির অনুমোদন দিয়েছে।

আলোচনা সম্পর্কে অবহিত একটি সূত্রের বরাতে মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরাইল ও হামাস একটি যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে। চুক্তি অনুযায়ী পর্যায়ক্রমে ইসরাইলি জিম্মি ও ফিলিস্তিনি কারাবন্দিদের মুক্তি দেয়া হবে।

নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টে ডোনাল্ড ট্রাম্পও গাজা যুদ্ধবিরতি চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম সোশ্যাল ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, গাজায় একটি যুদ্ধবিরতি ও জিম্মিদের জন্য একটি চুক্তি হয়েছে। তাদের শিগগিরই মুক্তি দেয়া হবে।

এর আগে মধ্যস্থতাকারী হিসেবে কাতার আশা প্রকাশ করেছে, খুব শিগ্‌গির একটি চুক্তি সম্পন্ন হতে পারে। আলোচনায় সংশ্লিষ্ট মার্কিন ও ফিলিস্তিনি কর্মকর্তারাও একই কথা বলেছেন। এমন পরিস্থিতিতে মঙ্গলবার মার্কিন ও ইসরাইলি সংবাদমাধ্যম জানায়, গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রস্তুতি শুরু করেছে ইসরাইল।

কেএএনের এক প্রতিবেদনে বলা হয়, ‘যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়ার আগে গাজা উপত্যকা থেকে ধীরে ধীরে প্রত্যাহারের প্রস্তুতির জন্য গত ২৪ ঘন্টা ধরে ইসরাইলি সেনাবাহিনীর দক্ষিণ কমান্ড একাধিক বৈঠক করেছে।’

‘তারেক বসন্ত’ লিখে জামায়াত আমিরের ছবি পোস্ট আবিদের, পরে সং…
  • ২৭ জানুয়ারি ২০২৬
কেরু সুগার মিলসহ সব শিল্পপ্রতিষ্ঠান সচল করবে জামায়াত: আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাস চাপায় শ্রমিকের মৃত্যু
  • ২৭ জানুয়ারি ২০২৬
বাস থামিয়ে স্কুলছাত্রীর কথা শুনলেন তারেক রহমান, বললেন—পলিটি…
  • ২৭ জানুয়ারি ২০২৬
তাহাজ্জুদ কিংবা ফজরের পর ভোট কেন্দ্রে যাওয়ার কথা আসছে কেন
  • ২৭ জানুয়ারি ২০২৬
আইএসইউতে কুইজ প্রতিযোগিতা ‘টেক্স কুইজার্ড’ এর ফাইনাল অনুষ্ঠ…
  • ২৭ জানুয়ারি ২০২৬