লোহিত সাগরে মার্কিন রণতরীতে হুথিদের হামলা

মার্কিন যুদ্ধবিমানবাহী রণতণী
মার্কিন যুদ্ধবিমানবাহী রণতণী  © সংগৃহীত

লোহিত সাগরে হ্যারি ট্রুম্যান নামের মার্কিন যুদ্ধবিমানবাহী রণতরীতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। দেশটির হুথি সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি এ তথ্য জানিয়েছেন।

ইয়াহিয়া সারির বরাত দিয়ে দেশটির গণমাধ্যম আল মাসিরাহ টিভি জানিয়েছে, লোহিত সাগরের উত্তরাঞ্চলে হ্যারি ট্রুম্যান বিমানবাহী রণতরীকে লক্ষ্য করে সামরিক অভিযান চালিয়েছে হুথিরা। হামলায় তারা দুটি ক্রুজ মিসাইল ও চারটি ড্রোন ব্যবহার করেছেন।

সারি জানিয়েছে, মার্কিন বিমানবাহী রণতরীটি হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনি অঞ্চলে হামলা করার প্রস্তুতি নিচ্ছিল, তখন তাদের লক্ষ্য করে হুথিরা হামলা চালায়। এ হামলার ফলে মার্কিন হামলা প্রতিহত করা গেছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: সৌদিতে চালু হলো বিশ্বের দীর্ঘতম চালকবিহীন মেট্রোরেল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলিদের গণহত্যা বন্ধে হুথিরা হুঁশিয়ারি দিয়েছিল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযান বন্ধ না করা পর্যন্ত ইহুদি রাষ্ট্রের সঙ্গে যুক্ত জাহাজগুলোকে লোহিত সাগর এবং বাব এল-মান্দেব প্রণালির মধ্য দিয়ে যেতে দেওয়া হবে না। ফিলিস্তিনে ওপর বর্বতার প্রতিবাদে তারা ইসরায়েলি ভূখণ্ডের পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলি জাহাজেও হামলা চালাচ্ছে।

গত নভেম্বর থেকে লোহিত সাগর ও এডেন উপসাগরে কয়েক ডজন বেসামরিক জাহাজে হামলা চালিয়েছে হুথিরা। হামলা বন্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা লোহিত সাগরে জাহাজ চলাচলে নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে হুথিদের ওপর ধারাবাহিকভাবে সামরিক অভিযান চালাচ্ছে।

আরও পড়ুন: বাংলাদেশ-ভারত একে অপরকে ভালোবাসি, বন্ধন অটুট থাক: মমতা ব্যানার্জী

এর পরিপ্রেক্ষিতে হুথিদের ক্ষেপণাস্ত্র গুদাম, ড্রোন ও রেডিওলোকেশন সিস্টেম লক্ষ্য করে বিমান, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন ব্যবহার করে হুথি বিদ্রোহী-নিয়ন্ত্রিত বেশ কয়েকটি ইয়েমেনি শহরে যৌথ হামলা চালাতে শুরু করে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সশস্ত্র বাহিনী।

খবর তাসের


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence