বাস দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, চালক গ্রেপ্তার

০৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সৌরভ গাঙ্গুলী ও সানা গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী ও সানা গাঙ্গুলী © সংগৃহীত

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার ডায়মন্ড হারবার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সানা আহত না হলেও তার গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন সানা। এতে সানার গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডায়মন্ড হারবার রোডে দুটি বাস রেষারেষি করছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস সানার গাড়িতে ধাক্কা দেয়। তবে যেদিকে বাসটি ধাক্কা মেরেছে, সেদিকে ছিলেন না সৌরভ কন্যা।  ফলে বাসটি ধাক্কা মারলেও সানার কোনও বিপদ হয়নি। 

এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানের সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান: ছাত্রদল নেতাকে শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
৩৫ লাখের মধ্যে ১৭ লাখ শিশুর জন্মই অপ্রয়োজনীয় অস্ত্রোপচারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
অধিভুক্ত কলেজগুলোতে কম্পিউটার সায়েন্স কোর্সে খণ্ডকালীন শিক্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘স্বাধীনতার স্বপক্ষ শক্তি ও মুক্তিযুদ্ধের দল মিলে স্বাধীনতা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
২৪ ঘণ্টার মধ্যে গণভোট ব্যানার লাগানোর নির্দেশ জাতীয় বিশ্ববি…
  • ২৯ জানুয়ারি ২০২৬