বাস দুর্ঘটনার কবলে সৌরভ-কন্যা সানা, চালক গ্রেপ্তার

০৪ জানুয়ারি ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM
সৌরভ গাঙ্গুলী ও সানা গাঙ্গুলী

সৌরভ গাঙ্গুলী ও সানা গাঙ্গুলী © সংগৃহীত

ভারতের জাতীয় দলের সাবেক ক্রিকেটার সৌরভ গাঙ্গুলীর কন্যা সানা গাঙ্গুলী বাস দুর্ঘটনার শিকার হয়েছেন। শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় কলকাতার ডায়মন্ড হারবার সড়কে এ দুর্ঘটনা ঘটে। এ দুর্ঘটনায় সানা আহত না হলেও তার গাড়ির একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। 

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত হওয়া গেছে। 

সংবাদমাধ্যমটি জানিয়েছে, একটি বিয়ের অনুষ্ঠান থেকে নিজের গাড়িতে করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার শিকার হন সানা। এতে সানার গাড়িটির ক্ষতি হলেও চালকের তৎপরতায় অল্পের জন্য বেঁচে যান তিনি। তবে দুর্ঘটনার পর ব্যাপক আতঙ্কগ্রস্ত হয়ে পড়েন সানা। এ ঘটনায় বাস চালককে গ্রেফতার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ডায়মন্ড হারবার রোডে দুটি বাস রেষারেষি করছিল। সেইসময় নিয়ন্ত্রণ হারিয়ে আমতলা রুটের একটি বাস সানার গাড়িতে ধাক্কা দেয়। তবে যেদিকে বাসটি ধাক্কা মেরেছে, সেদিকে ছিলেন না সৌরভ কন্যা।  ফলে বাসটি ধাক্কা মারলেও সানার কোনও বিপদ হয়নি। 

এ বিষয়ে এখন পর্যন্ত ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলী বা তার পরিবারের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি।

দুইদিনে সোনার দাম বাড়ল ২৩ হাজারের বেশি, আজ ভরি কত?
  • ২৯ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে ভর্তির তারিখ ঘোষণা, ভর্তিচ্ছুদের জন্য ৬ নির্দেশ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
শেরপুরের জামায়াত নেতা হত্যার ঘটনায় চরমোনাই পীরের উদ্বেগ
  • ২৯ জানুয়ারি ২০২৬
বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬