আফগানিস্তানে নারীদের ব্যবহৃত স্থান দেখা যায়, এমন জানালা নিষিদ্ধ

৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৪৬ AM , আপডেট: ১৫ জুলাই ২০২৫, ১২:২৪ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

আফগানিস্তানে নারীদের ব্যবহৃত জায়গা দেখা যায়- আবাসিক ভবনে এমন জানালার নির্মাণ নিষিদ্ধ করা হয়েছে। সেই সঙ্গে ভবনে এ ধরনের কোনো জানালা থাকলে, সেগুলোও বন্ধ করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তালেবানের সর্বোচ্চ নেতা হাইবাতুল্লাহ আখুন্দজাদা এ নির্দেশ জারি করেছেন। 

শনিবার (২৮ ডিসেম্বর) তালেবান সরকারের একজন মুখমাত্র বিবৃতিতে বলেছেন, নতুন ভবনগুলোতে এমন জানালা থাকা উচিত নয়, যার মাধ্যমে আঙিনা, রান্নাঘর, প্রতিবেশীর কুয়া এবং নারীদের সচরাচর ব্যবহার করা অন্যান্য জায়গা দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, রান্নাঘরে নারীদের কাজ, উঠানে বা কুয়া থেকে পানি সংগ্রহ করতে দেখলে, তা অশ্লীল কাজের দিকে নিয়ে যেতে পারে। 

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, জানালা দিয়ে যেন প্রতিবেশীদের বাড়ি দেখা সম্ভব নয় তা নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর নির্দেশনা দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইথিওপিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ৬৬

সরকারি আদেশে বলা হয়েছে, কোনো ভবনে এই ধরনের জানালা বিদ্যমান থাকলে ভবন মালিকদের প্রাচীর নির্মাণ বা জানালা ঢেকে দেওয়ার বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য উৎসাহ দেওয়া হবে।

২০২১ সালের আগস্টে আফগানিস্তানে ক্ষমতায় আসে তালেবান কর্তৃপক্ষ। এরপর থেকে নারীদের বিরুদ্ধে একের পর এক পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। 

জনসমাগমপূর্ণ স্থান থেকে নারীদের ধারাবাহিকভাবে সরিয়ে ফেলা হয়েছে। সেই সঙ্গে দেশটিতে মেয়ে ও নারীদের প্রাথমিকের পর শিক্ষা নিষিদ্ধ করেছে তালেবান কর্তৃপক্ষ।

সংসদ নির্বাচনে সবচেয়ে কম ও বেশি ভোট পড়েছিল কবে?
  • ২৯ জানুয়ারি ২০২৬
তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্র…
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুটি আসনে দাঁড়িপাল্লা প্রতীক না রাখার আবেদন জামায়াতের
  • ২৯ জানুয়ারি ২০২৬
আজ রাজশাহী যাচ্ছেন তারেক রহমান, রাবিতে লাল কার্ড দেখাল ছাত্…
  • ২৯ জানুয়ারি ২০২৬
ডিআইইউসাসের ‘নীতি সংলাপে’ অতিথি হচ্ছেন প্রেস সচিব শফিকুল আলম
  • ২৯ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহে দুপক্ষের সংঘর্ষে আহত ২০
  • ২৯ জানুয়ারি ২০২৬