গ্রেপ্তারের আশঙ্কায় পোল্যান্ড সফর বাতিল করলেন নেতানিয়াহু
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:১৫ AM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪০ PM
পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী ৱ্লাদিস্লাও বার্তোসজেস্কি বলেছেন, যদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পোল্যান্ডে আসেন তাহলে আন্তর্জাতিক ফৌজদারি আদালতের (আইসিসি) প্রতি পোল্যান্ডের প্রতিশ্রুতি অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হবে। এমন সতর্কবার্তার পর পোল্যান্ড সফর বাতিল করেছেন বেনিয়ামিন নেতানিয়াহু।
শুক্রবার (২০ ডিসেম্বর) পোল্যান্ডের স্থানীয় সংবাদমাধ্যম রেজচপসপলিতায় দেয়া এক সাক্ষাৎকারে পোল্যান্ডের উপ-পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
বার্তোসজেস্কি আউশভিৎস মুক্তির ৮০তম বার্ষিকী উদযাপনের প্রস্তুতি নিয়ে আলোচনা করতে গিয়ে নিশ্চিত করেন, নেতেনিয়াহু পোল্যান্ডে প্রবেশ করলে তাকে গ্রেপ্তার করা হবে।
আউশভিৎস মুক্তি বার্ষিকী সাধারণত পোল্যান্ডে একটি বড় রাষ্ট্রীয় অনুষ্ঠান হিসেবে উদযাপিত হয়। তবে, নেতানিয়াহুকে এই অনুষ্ঠানে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কি না, সে বিষয়ে ইসরায়েলি কর্মকর্তারা নিশ্চিত কিছু বলেননি। এদিকে, ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগেরও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার সম্ভাবনা নেই।