জামালপুরে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত 

২০ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ১৬ জুলাই ২০২৫, ০৩:৪৫ PM
কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত © টিডিসি ফটো

জামালপুর জেলার সকল উপজেলায় এক যোগে কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল ৯ টা থেকে মেধা বৃত্তি পরীক্ষা বহুনির্বাচনি পদ্ধতিতে চতুর্থ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।  

চতুর্থ শ্রেণির এক শিক্ষার্থীর বাবা শহিদুল আলম ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম কর্তৃক ছোট ছোট বাচ্চাদের নিয়ে যে মেধাবৃত্তির আয়োজন করেছে এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা অনেক ভালো একটা উদ্যোগ। ভবিষ্যতে এটাকে আরও বড় পরিসরে নিলে বাচ্চাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বাড়বে এবং মেধার উন্নয়ন ঘটবে।

আরেক শিক্ষার্থীর বাবা বলেন, এটা শুধু পরীক্ষা না এটা বাচ্চাদের মেধা এবং প্রতিভা যাচাইয়ের প্লাটফর্ম। এর মাধ্যমে প্রতিটি শিক্ষার্থী যেন নিজেদের মেধাকে বিকশিত করতে পারে সেজন্য কিশোরকণ্ঠকে অনুরোধ করছি এ প্রয়াস অব্যাহত রাখার জন্য।

জামালপুর জেলার কিশোর কণ্ঠ পাঠক ফোরামের পরিচালক আহমেদ সালমান বলেন, ডিসেম্বর মাস সাধারণত প্রতিটি প্রতিষ্ঠানে পরীক্ষা শেষে শিক্ষার্থীরা অবসর সময় কাটায়। আমরা এই সময়কে কাজে লাগানোর জন্য এমন একটি উদ্যোগ নিয়েছি।

কিশোরকন্ঠ ফাউন্ডেশন এর উদ্যোগে কিশোর কণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ জামালপুর জিলা স্কুল কেন্দ্র পরিদর্শন করেন, কিশোর কণ্ঠ ফাউন্ডেশনের জামালপুর জেলার প্রধান পৃষ্ঠপোষক অ্যাডভোকেট আব্দুল আওয়াল, প্রধান উপদেষ্টা সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোজাম্মেল হক, কিশোরকন্ঠ ফাউন্ডেশন এর জামালপুর জেলার প্রধান পরিচালক আহমদ সালমান। 

উপদেষ্টাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জামালপুর শাহজামাল হসপিটালের এমডি আশরাফুল ইসলাম বুলবুল, অধ্যাপক হারুনুর রশিদ, মো. রশিদুজ্জামান, অধ্যাপক জাকিউল ইসলাম, খন্দকার মুকাদ্দাস আলী, হাফেজ মিসবাহুল কাইয়ুম সহ কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষার জামালপুর জেলার অন্যান্য পরিচালক বৃন্দ।

জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
কারিগরির ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিকেএসপিতে চাকরি, পদ ৮টি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধার প্রদানের অভি…
  • ২৯ জানুয়ারি ২০২৬