সংসদে ‘প্যালেস্টাইন’ লেখা ব্যাগ নিয়ে গেলেন প্রিয়াঙ্কা গান্ধী, বিজেপির তোপ

প্যালেস্টাইন লেখা ব্যাগ কাঁধে প্রিয়াঙ্কা গান্ধী
প্যালেস্টাইন লেখা ব্যাগ কাঁধে প্রিয়াঙ্কা গান্ধী  © সংগৃহীত

কাঁধে সুন্দর ডিজাইনের চটের ব্যাগ। তাতে লেখা ‘প্যালেস্টাইন’। ব্যাগটি বহন করছিলেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা ও লোকসভার সদস্য প্রিয়াঙ্কা গান্ধী। জানা যায়, যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের মানুষের প্রতি সংহতি জানাতেই কেরালার ওয়ানাদ থেকে নির্বাচিত এই লোকসভার সদস্য প্যালেস্টাইন লেখা ব্যাগ বহন করেছিলেন। ওই ব্যাগ নিয়েই লোকসভায় হাজির হয়েছিলেন তিনি। তাতেই বেধে গেল বিপত্তি। 

জানা গেছে, প্রিয়াঙ্কা গান্ধীর এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে ক্ষমতাসীন দল বিজেপি। দলটির অভিযোগ, প্রিয়াঙ্কা ফিলিস্তিন ইস্যুতে সরব কিন্তু বাংলাদেশে হিন্দুদের ব্যাপারে নিশ্চুপ। বিজেপি একে ‘তোষণ ও স্থূল সাম্প্রদায়িক অবস্থান’ বলে অভিহিত করেছে।

প্রিয়াঙ্কা লোকসভায় পৌঁছানোর পর ব্যাগটি সকলের সামনে প্রকাশ্যে প্রদর্শন করা ব্যাগটিতে তরমুজের মতো চিহ্নও ছিল, যা ফিলিস্তিনিদের ইসরায়েলি দখলদারত্বের বিরুদ্ধে সংগ্রামের প্রতীক। কংগ্রেস নেতারা প্রিয়াঙ্কার এই ব্যাগের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করেছেন।

প্রিয়াঙ্কার এই অবস্থানকে আক্রমণ করে বিজেপি সাংসদ ও মুখপাত্র সম্বিত পাত্র বলেন, ‘গান্ধী পরিবার সব সময় তোষণের ব্যাগ বহন করেছে। এই তোষণের ব্যাগই তাদের নির্বাচনী পরাজয়ের কারণ।’ বিজেপির কিছু নেতা এক কাঠি বেড়ে দাবি করে বলে বসেন, ‘সংসদ সদস্যরা এমন ব্যাগ বহন করতে পারেন না।’

পরে বিজেপির সমালোচনা তুলে ধরে এক সাংবাদিক প্রিয়াঙ্কাকে প্রশ্ন করলে তিনি ক্ষুব্ধ হয়ে জবাব দেন, ‘আমার পোশাক কী হবে তা কে ঠিক করবে? এটা পুরুষতন্ত্রের সাধারণ উদাহরণ যে, নারীদের কী পরতে হবে সেটাও আপনারা ঠিক করবেন। আমি এটা মানি না। আমি যা চাই, তাই পরব।’

বিজেপির সোশ্যাল মিডিয়াপ্রধান অমিত মালব্য প্রিয়াঙ্কার ‘পুরুষতন্ত্র’ মন্তব্যকে কেন্দ্র করে বলেছেন, এটি প্রিয়াঙ্কার ‘বড় ব্যর্থতা’। একই সঙ্গে মালব্য প্রিয়াঙ্কার বিরুদ্ধে ‘মুসলিম তোষণের’ অভিযোগ তুলেছেন। মালব্য সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক পোস্টে বলেন, ‘যারা ভেবেছিলেন প্রিয়াঙ্কা ভদ্র সেই দীর্ঘ প্রতীক্ষিত সমাধান, যা তাদের আগেই গ্রহণ করা উচিত ছিল, তাঁরা সংসদ অধিবেশন শেষে দুই মিনিট নীরবতা পালন করুন। তিনি রাহুল গান্ধীর থেকেও বড় বিপর্যয়, যিনি সংসদে ফিলিস্তিনের পক্ষে ব্যাগ বহন করে সেটিকে পুরুষতন্ত্রের বিরুদ্ধে লড়াই বলে মনে করেন। ”

পরে প্রিয়াঙ্কা বাংলাদেশে হিন্দুদের দুর্দশার চিত্র তুলে ধরে বিজেপিকে আক্রমণ করেন। তিনি বলেন, তাঁর ব্যাগ নিয়ে তর্ক করার বদলে মোদি সরকার বাংলাদেশে হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুর ওপর হওয়া অত্যাচার বন্ধ করতে পদক্ষেপ নেওয়া উচিত। তিনি সাংবাদিকদের বলেন, ‘তাদের বলুন, বাংলাদেশে হিন্দুদের ওপর হওয়া অত্যাচারের বিষয়ে কিছু করুক, বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলুক, আর এসব বাজে কথা বলার দরকার নেই।’

এর আগে প্রিয়াঙ্কা লোকসভায় জিরো আওয়ারে বিষয়টি উত্থাপন করে বলেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের—হিন্দু ও খ্রিষ্টান—ওপর যে অন্যায় হচ্ছে, তার বিরুদ্ধে সরকারের আওয়াজ তোলা উচিত। বাংলাদেশের সরকারের সঙ্গে আলোচনার ব্যবস্থা করা উচিত এবং যারা কষ্ট পাচ্ছে তাদের পূর্ণ সহায়তা দেওয়া উচিত।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence