ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি

ভারতের কেন্দ্রীয় ব্যাংক
ভারতের কেন্দ্রীয় ব্যাংক  © সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় ব্যাংকে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেলে রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার (আরবিআই) অফিসিয়াল ওয়েবসাইটে পাঠানো এক ই-মেইলে এ হুমকি দেওয়া হয়। এ নিয়ে এক মাসেরও কম সময়ের মধ্যে দ্বিতীয়বার এ হুমকি দেওয়া হলো। এর আগে গত ১৬ নভেম্বরে আরবিআই কাস্টমার কেয়ার ডিপার্টমেন্টে বোমা হামলা হুমকি দেওয়া হয়।

আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রুশ ভাষায় লেখা ই-মেলটি আরবিআইয়ের অফিশিয়াল ওয়েবসাইটে পাঠানো হয়েছে। বিষয়টি নিয়ে এরই মধ্যে অভিযোগ জানিয়েছে আরবিআই কর্তৃপক্ষ।

অভিযোগের ভিত্তিতে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি মামলা রুজু করেছে মুম্বাই পুলিশ। স্থানীয় মাতা রমাবাই মার্গ (এমআরএ মার্গ) থানায় এ অভিযোগ করা হয়েছে। মুম্বাই পুলিশ এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে।

চলতি বছর ভারতের শিক্ষা প্রতিষ্ঠান, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর ও এয়ারলাইন্সসহ অনেক স্থাপনা উদ্দেশ্য করে কয়েকশ বোমা হামলার হুমকি পেয়েছে। অবশ্য এখন পর্যন্ত সবই ভুয়া প্রমাণিত হয়েছে।

গত সোমবার দিল্লির অন্তত ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে মেইলে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছে। চলতি বছরের নভেম্বর পর্যন্ত দেশটির একাধিক বিমানবন্দর ও এয়ারলাইন্স প্রায় হাজার খানেক বোমা হামলার হুমকি পেয়েছে, যা আগের বছরের তুলনায় সংখ্যাটি ১০ গুণ বেশি।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence