বাশার আল আসাদের বাবার কবরে আগুন

১১ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৫ PM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:১৬ PM
বাশার আল অসাদের বাবার কবরে আগুন দিয়েছে বিদ্রোহীরা

বাশার আল অসাদের বাবার কবরে আগুন দিয়েছে বিদ্রোহীরা © সংগৃহীত

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। এর আগে দামেস্কে আসাদের বাসভবনে ভাঙচুর চালায় সাধারণ জনতা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, কয়েকটি ছবিতে পশ্চিম সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিদ্রোহী যোদ্ধাদের সাবেক প্রেসিডেন্ট হাফিজ আল আসাদের কবরের আগুনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। সেসময় দেখা যায় কবরের একাংশ আগুন জ্বলছে। এতে একটি কফিনেও জ্বলতে দেখা যায়। ওই কফিনটি কবর থেকে তোলা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

গত রবিবার বিদ্রোহীদের আক্রমণের মুখে দামেস্ক থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। এর মাধ্যমে তার দুই যুগের শাসনামলের অবসান ঘটলো। এরপর একের পর এক এলাকা দখল নিতে শুরু করে বিদ্রোহীরা।

এরই মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মোহাম্মাদ আল-বশিরকে। তিনি আসাদ সরকারের পতনে বিদ্রোহী গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন।

সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর লাখ লাখ নাগরিক তুরস্ক ও লেবাননে আশ্রয় নেন। ইউরোপের দেশগুলোতেও বিপুল সংখ্যক সিরিয়ার নাগরিক আশ্রয় নিয়েছে। তবে বাশার আল আসাদের পতনের পর এ পরিস্থিতি পাল্টে গেছে। সাধারণ নাগরিকরা এখন সস্তি প্রকাশ করছেন।

নেতার ইগো ও ষড়যন্ত্রে চার দশক পর বিএনপি ছাড়লেন মাহাবুব মা…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন শেষ ৫ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
রোগী বহনকারী অ্যাম্বুলেন্স অপেক্ষমাণ রেখে ফেরি ছেড়ে দেওয়ার …
  • ২৯ জানুয়ারি ২০২৬
ইরানে যুক্তরাষ্ট্র হামলা চালালে যে ৭ ঘটনা ঘটতে পারে
  • ২৯ জানুয়ারি ২০২৬
ভোকেশনালের সমাপনী পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ শুরু ১ ফেব্রুয়ার…
  • ২৯ জানুয়ারি ২০২৬
জনবল নিয়োগ দেবে বিকাশ লিমিটেড, আবেদন শেষ ৩ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬