এবার সিরিয়ার হারমন পর্বত দখলে নিল ইসরায়েল

হারমন পর্বত নিয়ন্ত্রণে নেন ইসরায়েলি সেনারা
হারমন পর্বত নিয়ন্ত্রণে নেন ইসরায়েলি সেনারা  © সংগৃহীত

সিরিয়ার অধিকৃত গোলান মালভূমি দখলের পর এবার হারমন পার্বত্য অঞ্চল দখলে নিয়েছে ইসরায়েলি বাহিনী। এর মধ্য দিয়ে বাফার জোন পুরোটা দখলে নেওয়ার ক্ষেত্রে আরও এক ধাপ এগিয়ে গেল ইসরায়েল। 

সোমবার (৯ ডিসেম্বর) ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

হারমন পর্বতকে কৌশলগত কারণে খুবই গুরুত্বপূর্ণ মনে করা হয়। কারণ এটি এই অঞ্চলের সবচেয়ে উঁচু জায়গা। এখান থেকে শত্রুদের আক্রমণ সম্পর্কে পূর্বাভাস পাওয়া সম্ভব।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে, সিরিয়ার কোনো বাহিনী যদি ইসরায়েলের নিরাপত্তাকে বিঘ্নিত না করে, তবে তারা সিরিয়ার কোনো অভ্যন্তরীণ ঘটনায় জড়িত হবে না।

গত রবিবার সিরিয়ায় বাশার আল-আসাদ সরকারের পতনের পরপরই দামেস্কের একটি রাসায়নিক অস্ত্র কারখানায় হামলা চালায় আইডিএফ, যাতে বিদ্রোহীরা এই অস্ত্র কারখানা দখলে নিতে না পারেন।

আরও পড়ুন: আমরা বসে ললিপপ খাবো না: বাংলাদেশ ইস্যুতে মমতা

আইডিএফ জানিয়েছে, ইসরায়েলের নিরাপত্তা যাতে কোনোভাবেই হুমকির মুখে না পড়ে, সে ব্যাপারে সতর্ক রয়েছে ইসরায়েল এবং এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।

গত কয়েক মাসে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক নেতাকে হত্যা করার পর এখন সিরিয়ায় হামলা জোরদার করেছে ইসরায়েল।

বিশ্লেষকদের মতে, ইসরায়েলের এই পদক্ষেপের পেছনে রয়েছে দুটি মূল লক্ষ্য। প্রথমত, সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতিকে কাজে লাগিয়ে কৌশলগত এলাকাগুলোর নিয়ন্ত্রণ নেওয়া। দ্বিতীয়ত, নিরাপত্তার অজুহাতে সিরিয়ার সীমান্তে ইসরায়েলি উপস্থিতি শক্তিশালী করা।

ইসরায়েলের এই কার্যক্রম নতুন করে সিরিয়া সংকটকে আন্তর্জাতিক আলোচনায় ফিরিয়ে এনেছে। এটি সিরিয়ার ভবিষ্যৎ ভূরাজনৈতিক অবস্থানকেও প্রভাবিত করতে পারে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence