অবশেষে বাশার আল আসাদের অবস্থান জানা গেল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৪, ০৮:৪২ AM , আপডেট: ১৭ জুলাই ২০২৫, ১২:২০ PM
সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল আসাদ। পরিবারসহ তিনি মস্কোয় পৌঁছেছেন বলে জানা যায়। সোমবার (৯ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় সংস্থা ক্রেমলিনের সূত্রের বরাত দিয়ে এ খবর দিয়েছে বিবিসি।
রবিবার (৮ ডিসেম্বর) সিরিয়ার রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ ক্ষমতাসীনদের হাতছাড়া হয়ে গেলে দেশটির ৬১ বছরের বাথ শাসনামলের লজ্জাজনক ইতি ঘটে।
১৯৬৩ সালে আরব সোশ্যালিস্ট বাথ পার্টি অভ্যুত্থানের মাধ্যমে সিরিয়ার রাষ্ট্রীয় ক্ষমতায় আসে। পরে ১৯৭০ সালে হাফেজ আল-আসাদ (বাশার আল-আসাদের বাবা) অভ্যন্তরীণ দলীয় অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। তার এক বছর পর (১৯৭১) প্রেসিডেন্ট হন হাফেজ আল-আসাদ। পরবর্তীতে ২০০০ সালে হাফেজ আল-আসাদের মৃত্যু হলে তার ছেলে বাশার আল-আসাদ বাথ শাসনের দায়িত্ব নেন।