৪২ টাকায় কেনা কলায় শিল্পকর্ম বিক্রি ৭২ কোটিতে

২২ নভেম্বর ২০২৪, ০২:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কলা দিয়ে তৈরি শিল্পকর্মটি দেখছেন এক দর্শনার্থী সংগৃহীত

কলা দিয়ে তৈরি শিল্পকর্মটি দেখছেন এক দর্শনার্থী সংগৃহীত © সংগৃহীত

শিল্পকর্মের মূল চরিত্র বলতে একটি পাকা কলা। নিউইয়র্কে রুপার চূর্ণ দিয়ে রাঙানো টেপ দিয়ে দেয়ালে আটকানো একটি পাকা কলা বিক্রি হয়েছে ৬০ লাখ ২০ হাজার ডলারে (বাংলাদেশি মুদ্রায় ৭২ কোটি ২৫ লাখ ৭৭ হাজার টাকা)। এটি একটি শিল্পকর্ম। এ শিল্পকর্মের জন্য যে কলা ব্যবহার করা হয়েছে, সেটি কেনা হয়েছিল নিউইয়র্কের ম্যানহাটান শহরের এক বাংলাদেশি ফল বিক্রেতার কাছ থেকে, মাত্র ৩৫ সেন্টে (বাংলাদেশি মুদ্রায় ৪২ টাকা)। ম্যানহাটানের আপার ইস্ট সাইড এলাকায় নিজের ফলের দোকান চালান ওই বিক্রেতা।

নিজের নাম প্রকাশ করেননি ওই বাংলাদেশি। মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস তাকে জিজ্ঞেস করেছিল— যে কলা তিনি ৩৫ সেন্টে বিক্রি করেছেন, সেটি যে যে ৬০ লাখেরও বেশি ডলারে বিক্রি হয়েছে— তা তিনি জানেন কি না। উত্তরে ওই বাংলাদেশি বলেছেন, যে তিনি এ সংবাদ জানেন না।

সম্প্রতি নিজেদের ওয়েবসাইটে শিল্পকর্ম হিসেবে দেওয়ালে টেপ দিয়ে সাঁটানো একটি পাকা কলার ছবি পোস্ট করে নিউইয়র্কভিত্তিক নিলাম সংস্থা সোথবি। মূলত নিলামে তোলার জন্যই এই ছবিটি পোস্ট করা হয়েছিল। ‘কমেডিয়ান’ নামের এই শিল্পকর্মটি তৈরি করেছেন ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাত্তেলান। ছবিটি আপলোড করার পর সোথবির প্রত্যাশা ছিল, ‘কমেডিয়ান’ অন্তত ১০ লাখ ডলারে বিক্রি হবে।

গত ১৮ তারিখ নিজেদের ওয়েব সাইটে ‘কমেডিয়ান’-এর ছবি আপলোড করেছিল সোথবি। ছবি আপলোডের তিন দিনের মধ্যে সেটি কিনে নিয়েছেন ট্রন নামের একটি ক্রিপ্টোকারেন্সির উদ্ভাবক এবং চীনা বংশোদ্ভূত আমেরিকান জাস্টিন সান।

তবে এ ধরনের শিল্পকর্ম যে এবারই প্রথম নিলামে উঠল— এমন নয়। ২০১৯ সালে প্রথম আর্ট ব্যাসেল মিয়ামি বিচ ফেয়ারে একটি প্রদর্শনীতে কলা দিয়ে তৈরি এই শিল্পকর্ম প্রদর্শন করা হয়। সেবার অন্য একজন শিল্পী কলাটি দেয়াল থেকে খুলে খেয়ে ফেলেন, শুরু হয় হাস্যরস। পরে ফাঁকা জায়গায় আরেকটি কলা লাগিয়ে দেওয়া হয়।

তখন থেকেই এই কলা শিল্পকর্ম নিয়ে হইচই পড়ে যায়। দর্শনার্থীরা ভিড় করে সেটির সামনে সেলফি তুলতে থাকেন। সেলফি–শিকারিদের চাপে প্রদর্শনীর স্থল থেকে পরে শিল্পকর্মটি সরিয়ে নেওয়া হয়।

কিন্তু গত ৫ বছরে এই শিল্পকর্মের তিনটি সংস্করণ ১ লাখ ২০ হাজার মার্কিন ডলার থেকে ১ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিক্রি হয়েছে। পেরোটিন গ্যালারি থেকে জানা গেছে এ তথ্য।

শিল্পকর্মটি ক্রয়ের পর এক বিবৃতিতে জাস্টিন সান বলেন, “এটি শুধু একটি শিল্পকর্ম নয়; বরং এমন একটি সাংস্কৃতিক প্রপঞ্চ যা ক্রিপ্টোকারেন্সি কমিউনিটির সঙ্গে শিল্প এবং মিমসের জগতের সেতুবন্ধন সৃষ্টি করে।”

সূত্র : দ্য নিউইয়র্ক টাইমস

ঢাবিতে ‘জিয়া কর্নার’ চালু করল ছাত্রদল
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজশাহীকে হতাশায় ডুবিয়ে ফাইনালে চট্টগ্রাম রয়্যালস
  • ২০ জানুয়ারি ২০২৬
এনসিপির সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের বৈঠক
  • ২০ জানুয়ারি ২০২৬
র‌্যাম্পে হাঁটল পোষা প্রাণী—ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন উদ্যোগ …
  • ২০ জানুয়ারি ২০২৬
চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা এনসিপি’র, জায়গা পেলেন যারা
  • ২০ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কিনা, এ নিয়ে গুজব ছড়াচ্ছে একটি চক্র: তথ্য…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9