সৌদি আরবে তুষারপাত বাড়ছে

১১ নভেম্বর ২০২৪, ০২:৩২ PM , আপডেট: ১৯ জুলাই ২০২৫, ০৮:৩২ PM
তুষারপাতে ঢেকে যায় সৌদির বিস্তৃত অঞ্চল

তুষারপাতে ঢেকে যায় সৌদির বিস্তৃত অঞ্চল © সংগৃহীত

সৌদি আরবের কথা বললেই চোখে ভেসে ওঠে বিশাল মরুভূমি। সেই সঙ্গে থাকবে তীব্র তাপমাত্রা। তবে এটি এখন হয়ে উঠছে উপসাগরীয় অঞ্চলের সবচেয়ে তুষারপাতপ্রবণ দেশ। বেসরকারি আবহাওয়া সংস্থা আরাবিয়া ওয়েদারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সংবাদমাধ্যমটি জানায়, উপসাগরীয় প্রতিবেশী দেশগুলোর তুলনায় সৌদি আরবে তুষারপাত বাড়ছে। দেশটির আল-জাউফ, উত্তর সীমান্ত ও তাবুকের মতো জায়গায় নিয়মিত তুষারপাত হচ্ছে। মাঝেমাঝে এই তুষারপাত উত্তরাঞ্চলীয় হাইল পর্যন্ত বিস্তৃত হয়। 

পারস্য উপসাগরীয় দেশগুলোয় সাধারণত শুষ্ক আবহাওয়া বিরাজ করে। যেখানে গ্রীষ্মে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায়। এখন এই দেশগুলোয় তুষারপাত হচ্ছে। এর আগে সাধারণ এই দেশগুলোর পর্বতগুলোয় তুষারপাত দেখা যেত।

আরও পড়ুন: মেক্সিকোতে পানশালায় বন্দুকধারীদের হামলায় নিহত ১০

সৌদি আরবের এ অস্বাভাবিক আবহাওয়ার ঘটনাকে আরব সাগরের ওপর একটি বিরল নিম্নচাপ সিস্টেমকে দায়ী করা হয়। এই সিস্টেমে আর্দ্র বাতাস মরুভূমির তীব্র উষ্ণতার সঙ্গে মিলিত হলে বজ্রবিদ্যুৎ, শিলাবৃষ্টি এবং এমনকি তুষারপাতও ঘটায়।

২০১৭ সালের ফেব্রুয়ারির শুরুর দিকে সংযুক্ত আরব আমিরাতেও তুষারপাত হয়েছিল। ওই বছর অস্বাভাবিক আবহাওয়ার কারণে রাস আল খাইমাহেরের জেবেল জাইসেতে ভারী তুষারপাত দেখা যায়। এটি ছিল একটি অভূতপূর্ব ঘটনা।

বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব এই ধরনের অস্বাভাবিক আবহাওয়ার জন্য দায়ী বলে মনে করেন বিশেষজ্ঞরা।

ঢাবি থেকে ১৯ গবেষকের পিএইচডি ও ২৩ জনের এমফিল ডিগ্রি অর্জন
  • ২৭ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেবেন, আহমাদুল্লাহর পর বললেন মিজানুর রহমান আজহারী
  • ২৭ জানুয়ারি ২০২৬
একটা ছেলের কারণে সাতক্ষীরাবাসী গর্বিত: জামায়াত আমির
  • ২৭ জানুয়ারি ২০২৬
প্রশাসনের শোকজের পর উল্টো জবাব চাইলেন ডাকসু নেতা সর্ব মিত্র
  • ২৭ জানুয়ারি ২০২৬
পাটোয়ারীদের এত ভয় পাওয়ার কারণ কী, প্রশ্ন হাসনাতের
  • ২৭ জানুয়ারি ২০২৬
এসিআই কেমিক্যাল নিয়োগ দেবে নারী কর্মী, কর্মস্থল ঢাকা
  • ২৭ জানুয়ারি ২০২৬