মেক্সিকোতে গাড়ি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার

মেক্সিকোতে একটি গাড়ির ভেতর থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়
মেক্সিকোতে একটি গাড়ির ভেতর থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়  © সংগৃহীত

উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে একটি গাড়ি থেকে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহ উদ্ধার হওয়া ওই ব্যক্তিদের মধ্যে দুই শিশুও রয়েছে। দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি শহরে এ ঘটনা ঘটে। শহরটি সহিংসতায় বিপর্যস্ত বলে জানা গেছে। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি। 

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

কর্মকর্তারা বলছেন, দক্ষিণ মেক্সিকোর একটি শহরে গাড়ির ভেতর থেকে দুই শিশুসহ ১১ জনের দেহাবশেষ পাওয়া গেছে। সহিংসতায় বিপর্যস্ত ওই শহরের নাম চিলপানসিঙ্গো। গুয়েরেরো প্রদেশের এই শহরের মেয়র দায়িত্ব নেওয়ার কয়েকদিন পরেই গত মাসে তার শিরশ্ছেদ করা হয়েছিল।

আরও পড়ুন: পুতিনের অভিনন্দন, কথা বলতে আগ্রহ দেখালেন ট্রাম্প

নিহতদের পরিচয় এখনো জানা যায়নি এবং মামলাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে বলে প্রদেশের অ্যাটর্নি জেনারেল জানিয়েছেন। স্থানীয় সময় গত বুধবার রাতে একটি পরিত্যক্ত পিক-আপ ট্রাকের বিষয়ে কর্তৃপক্ষকে জানানোর পর পুলিশকে ঘটনাস্থলে ডাকা হয়।

বিবিসি  বলছে, মৃতদেহ রাখা ট্রাকটি আকাপুলকোর একটি মহাসড়কে পাওয়া গিয়েছে। এটি ১৯৫০ এবং ১৯৬০-এর দশকে ধনী ও বিখ্যাত ব্যক্তিদের কাছে একটি জনপ্রিয় গন্তব্য ছিল, কিন্তু তারপর থেকে এটি ব্যাপক হত্যাকাণ্ডের স্থান হিসেবে পরিচিত হওয়ার পাশাপাশি মাদক পাচারের হটস্পট হয়ে ওঠে।

মূলত প্রশান্ত মহাসাগরীয় উপকূল চোরাচালান রুটে অবস্থানের কারণে গুয়েরেরো মেক্সিকোর অন্যতম সহিংস প্রদেশ হিসেবে পরিচিত। গত বছর এই প্রদেশে ১৮৯০টি খুনের ঘটনা রেকর্ড করা হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের জয়ে লাভবান ইলন মাস্ক, একদিনেই সম্পদ বাড়ল ২৬ বিলিয়ন ডলার

আর চিলপানসিঙ্গো শহরে প্রায় ২ লাখ ৮০ হাজার মানুষ বাস করেন এবং এই শহরটি দীর্ঘকাল ধরে আরডিলোস এবং তলাকোস নামে দুটি ড্রাগ গ্যাংয়ের মধ্যে সংঘাতে জর্জরিত হয়েছে।

মেক্সিকোর নতুন প্রেসিডেন্ট ক্লডিয়া শিনবাউম সহিংস অপরাধ মোকাবিলাকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি গত মাসে একটি নতুন নিরাপত্তা পরিকল্পনা উন্মোচন করেন, যার মধ্যে উন্নত গোয়েন্দা-আদান-প্রদান এবং ন্যাশনাল গার্ডকে উৎসাহিত করার বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence