কমলাকে মৌলবাদী বললেন ট্রাম্প

কমলাকে মৌলবাদী বললেন ট্রাম্প
কমলাকে মৌলবাদী বললেন ট্রাম্প

কয়েক ঘণ্টা পরেই শুরু হবে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। দেশটির ভোটাররা মঙ্গলবার (৫ নভেম্বর) দেশের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচন করার জন্য ভোট দেবেন।

এদিকে ভোটের আগে নিজের সর্বশেষ ভাষণে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিসকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গভীর রাতে সমর্থকদের উদ্দেশ্যে দেওয়া এই ভাষণে তিনি কমালাকে মৌলবাদী, বাম ও পাগল বলে অভিহিত করেছেন। মঙ্গলবার (৫ নভেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, নির্বাচনের আগে নিজের চূড়ান্ত ভাষণ দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার গভীর রাতে মিশিগানের গ্র্যান্ড র‌্যাপিডসে মঞ্চে পৌঁছান। এর আগে ২০১৬ এবং ২০২০ সালেও ট্রাম্প তার প্রচারণা এখান থেকেই শেষ করেছিলেন।

বিবিসি বলছে, নির্বাচনের আগে প্রচারণার সর্বশেষ দিনে ডেমোক্র্যাট প্রার্থী কমালা হ্যারিস তার প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ করে কিছু বলেননি। তবে এর বিপরীতে ট্রাম্প ছিলেন খুবই আক্রমণাত্মক।

এমনকি সাবেক এই রিপাবলিকান প্রেসিডেন্ট তার প্রতিদ্বন্দ্বী কমালাকে মৌলবাদী, বাম ও পাগল বলে অভিহিত করেন। ট্রাম্প তার সমর্থকদের বলেন, তিনি আজকের নির্বাচনে জয়ী হবেন। তার ভাষায়: “এটি হবে আমাদের দেশের ইতিহাসে রাজনৈতিকভাবে সবচেয়ে বড় বিজয়।”

তিনি বলেন, “একদিনে চারটি (সমাবেশ) করা একটু কঠিন”। কিন্তু তার মতে, প্রতিটি সমাবেশে তিনি যে সমর্থন পেয়েছেন তা “এটিকে মূল্যবান করে তুলেছে”।

তিনি সমাবেশে উপস্থিত জনতার কাছে জিজ্ঞাসা করেন, তারা চার বছর আগের তুলনায় এখন ভালো আছেন কিনা। তার প্রশ্নের জবাবে সমাবেশে উপস্থিত জনতা জোরে সাড়া দেয়।

ট্রাম্প বলেন, “আজ রাতে আপনাদের কাছে এবং সমস্ত আমেরিকান নাগরিকের কাছে আমার বার্তা খুব সহজ: আমাদের এভাবে বাঁচতে হবে না।”


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence