ইরানে বিশ্ববিদ্যালয়ে অন্তর্বাস পরে গেলেন এক তরুণী

০৩ নভেম্বর ২০২৪, ০৬:২৪ PM , আপডেট: ২০ জুলাই ২০২৫, ১২:০৭ PM

© সংগৃহীত

হিজাববিধির প্রতিবাদে ইরানে বিশ্ববিদ্যালয়ের শুধু অন্তর্বাস পরে গেলেন এক তরুণী। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, এই তরুণীর মানসিক সমস্যা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজব বলছেন, এই তরুণী নির্দিষ্ট কিছু মানসিক সমস্যায় ভুগছেন। তার মাথার ঠিক নেই।

ভিডিওতে দেখা যাচ্ছে, ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে শুধু অন্তর্বাস পরে হাঁটছেন তরুণী। তাছাড়া তাকে ক্যাম্পাসের একটি জায়গায় বসে থাকতেও দেখা আছে। পরনের পোশাক খুলে ফেলেছেন তিনি। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের দেখা যায় ওই তরুণীকে আটক করতে।

তবে কর্তৃপক্ষের বক্তব্য সবাই মেনে নেননি। অনেকেই দাবি করেছেন, ইরানের রাস্তায় মেয়েদের জন্য হিজাব পরা যে বাধ্যতামূলক, এই বাধ্যবাধকতায় অতিষ্ঠ অনেকেই। তাই ওই তরুণী পোশাক খুলে কড়া পোশাকবিধির বিরুদ্ধে অভিনব কায়দায় প্রতিবাদ জানিয়েছেন।

নিরাপত্তারক্ষীরা তরুণীকে আটক করার পর তার কী পরিণতি হয়েছে তা এখনও জানা যায়নি। ইরানি সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, তরুণীকে কোনো মানসিক রোগীদের হাসপাতালে পাঠানো হতে পারে।

২০২২ সালে ১৯ বছরের মাহশা আমিনির মৃত্যুতে গোটা ইরানে বিদ্রোহ ছড়িয়ে পড়েছিল। পোশাকবিধি না মানায় তাকে আটক করেছিল নিরাপত্তারক্ষীরা। নিরাপত্তা হেফাজতে থাকার সময় তার মৃত্যু হয়। অভিযোগ, হেফাজতে থাকার সময় অত্যাচার করে মাহশাকে মেরে ফেলা হয়েছে।

এই মৃত্যুর প্রতিবাদ-বিক্ষোভ হয় সারাদেশ। প্রকাশ্যে হিজাব পুড়িয়ে, মাথার চুল কেটে প্রতিবাদ জানান ইরানের মেয়েরা। সেই বিক্ষোভ কঠোরভাবে দমন করে ইরান সরকার। ইরানে নারীদের চুল ঢেকে রাখা, ঢিলেঢালা পোশাক পরা বাধ্যতামূলক।

চাঁদাবাজির দায়ে বহিষ্কার সেই নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
কাস্টমার সার্ভিস অফিসার নিয়োগ দেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন…
  • ৩০ জানুয়ারি ২০২৬
জানা গেল তারেক রহমানের বরিশাল সফরের দিনক্ষণ
  • ৩০ জানুয়ারি ২০২৬
কুবিতে দশ মিনিট পরেও কেন্দ্রে প্রবেশ করেছে ভর্তি পরীক্ষার্থ…
  • ৩০ জানুয়ারি ২০২৬
ভারতে বিশ্বকাপ খেলা নিয়ে সংশয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া
  • ৩০ জানুয়ারি ২০২৬
উত্তরায় বাসে আগুন
  • ৩০ জানুয়ারি ২০২৬