সামরিক বিমান তৈরির কারখানা চালু করল ভারত

সামরিক বিমান কারখানায় কথা বলছেন নরেন্দ্র মোদি
সামরিক বিমান কারখানায় কথা বলছেন নরেন্দ্র মোদি   © সংগৃহীত

প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে সামরিক বিমান কারখানা চালু করল ভারত। সোমবার (২৯ অক্টোবর) ভারতের প্রধানমন্ত্রী মোদি ও স্পেনের প্রধানমন্ত্রী স্যাঞ্চেজ এ কারখানার উদ্বোধন করেছেন।

বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, গুজরাটের ভদোদরায় ‘টাটা–এয়াবাস কারখানা’ চালু হয়েছে। এই কারখানায় এয়ারবাসের সহযোগিতায় টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেড (টিএএসএল) সি–২৯৫ সামরিক বিমান তৈরি করা হবে।

বিশ্লেষকের বলছেন, ভারত নিজের প্রতিরক্ষা ব্যবস্থা আরও দৃঢ় করতে চাইছে। একই সঙ্গে স্পেন ভারতে তাদের বিনিয়োগ বাড়াতে চাইছে। এই প্রকল্পের মাধ্যমে দুই দেশের প্রত্যাশা পূরণ হবে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন: হিজবুল্লাহর নতুন প্রধানের নাম ঘোষণা

রয়টার্স জানিয়েছে, গতকাল ভদোদরায় প্যারেডের মধ্য দিয়ে স্যা়ঞ্চেজকে অভিবাদন জানানো হয়। তারপর তিনি ও মোদি টাটা এয়ারক্রাফট কমপ্লেক্সের উদ্বোধন করেন।

ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ২০২১ সালে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় এয়ারবাস ডিফেন্স অ্যান্ড স্পেসের সঙ্গে ৫৬ টি সি–২৯৫ সেনাবহনকারী বিমান কেনার জন্য ২৫০ কোটি ডলারের চুক্তিতে সই করেছে। ওই চুক্তির আওতায় এরই মধ্যে ১৬টি বিমান স্পেনে তৈরি করা হয়েছে এবং তা গত বছর ভারতের কাছে হস্তান্তর করা হয়েছে। এখন বাকি ৪০টি বিমানের উৎপাদন হবে ভারতে।

উদ্বোধনের সময় স্যাঞ্চেজ বলেন, ‘এয়ারবাস ও টাটার এই যৌথ প্রকল্পের ফলে ভারতের এয়ারোস্পেস শিল্পে নতুন দিগন্তের সূচনা হবে। অন্য ইউরোপীয় সংস্থাও এরপর বিনিয়োগে উৎসাহ দেখাবে।  এই কারখানা ভারত-স্পেন সম্পর্ককে শক্তিশালী করবে তাই নয়, মেক ইন ইন্ডিয়া ও মেক ফর ওয়ার্ল্ড মিশনকেও গতি দেবে।’

আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে শিক্ষার্থী পাঠানো শীর্ষ দেশগুলোর তালিকায় বাংলাদেশ

মোদি বলেন, ‘সরকার মেক ইন ইন্ডিয়া, মেক ফর ওয়ার্ল্ড মিশন নিয়েছে। এই প্রকল্প তারই একটা উদাহরণ। ২০২২ সালে এই কারখানা তৈরি শুরু হয়। এখন তা উৎপাদনের জন্য প্রস্তুত। এই প্রকল্পের ফলে ভারত শিগগিরই বিমান রপ্তানির ক্ষেত্রে বড় ভূমিকা নিতে পারবে। অসমরিক বিমান পরিবহন সংস্থার চাহিদাও মেটাতে পারবে।’


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence