পশ্চিমবঙ্গে কয়লাখনিতে বিস্ফোরণে ৭ শ্রমিক নিহত

০৮ অক্টোবর ২০২৪, ১০:৪৮ AM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ১১:৫৩ AM
পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত

পশ্চিমবঙ্গের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত © সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বীরভূমে কয়লাখনিতে বিস্ফোরণে সাত শ্রমিক নিহত ও অনেকে আহত হয়েছেন। গতকাল সোমবার খয়রাশোলের লোকপুর থানায় ভাদুলিয়াতে কয়লাখনিতে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। তখনই সাতজন মারা যান।

কীভাবে এই বিস্ফোরণ হলো, তা প্রশাসনের পক্ষ থেকে জানানো না হলেও প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, কয়লা তোলার সময় ব্লাস্টিং করা হয় এবং তাতেই এ দুর্ঘটনা ঘটে। গঙ্গারামচক মাইনিং প্রাইভেট লিমিটেডের (জিএমপিএল) কয়লাখনিতে বিস্ফোরণের পর ঊর্ধ্বতন কর্মকর্তারা পালিয়েছেন।

পুলিশ ঘটনাস্থলে গেছে। এছাড়া প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গেছেন। তারা আহত ব্যক্তিদের হাসপাতালে পাঠিয়েছে। খনিতে কেউ আটকে আছেন কি না, তা-ও দেখা হয়েছে। এলাকায় এই বিস্ফোরণ নিয়ে উত্তেজনাও আছে।

ওই কয়লাখনির শ্রমিকেরা জানিয়েছেন, প্রতিদিনের মতো এদিনও তারা সকালে কাজ করতে আসেন। তারপর তারা প্রবল বিস্ফোরণের শব্দ পান।

আর পড়ুন: নোবেল পুরস্কার ঘোষণা শুরু, চিকিৎসাশাস্ত্রে পেলেন যুক্তরাষ্ট্রের ২ বিজ্ঞানী

স্থানীয় লোকজন বলেছেন, একটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়েছিল। অন্যদিন দুটি ট্রাকে করে বিস্ফোরক আনা হয়। কিন্তু এদিন একটি ট্রাকেই বিস্ফোরক আনা হয়েছিল।এর জেরে এই বিস্ফোরণ হয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

২০২৩ সালে কুলটিতে অবৈধ খনন করতে গিয়ে কয়েকজন কয়লাখনিতে আটকা পড়েন। ওই খনি ছিল ভারত কোকিং কোল লিমিটেডের। সেখান থেকে বেআইনিভাবে কয়লা তোলা হচ্ছিল।
সূত্র : ডয়চে ভেলে

আপন দুই ভাই বিএনপি-যুবদলের ২ নেতা আটক, অস্ত্র উদ্ধার
  • ৩০ জানুয়ারি ২০২৬
প্রজেক্ট কোঅর্ডিনেটর নেবে বিক্রয় ডটকম, কর্মস্থল ঢাকা
  • ৩০ জানুয়ারি ২০২৬
জবির ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্নপত্র দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৫০তম বিসিএসের প্রিলির প্রশ্ন সমাধান দেখুন এখানে
  • ৩০ জানুয়ারি ২০২৬
৭৫ শতাংশ এমপিওভুক্ত স্কুল-কলেজকে জাতীয়করণ করবে এনসিপি
  • ৩০ জানুয়ারি ২০২৬
টিসিবির পণ্য ট্রাকে নয়, মুদি দোকানে পাওয়া যাবে
  • ৩০ জানুয়ারি ২০২৬