যত বছর বয়সে মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ

হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা
হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা  © সংগৃহীত

বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষের খেতাব ছিল ভেনেজুয়েলার নাগরিক হুয়ান ভিসেন্ট পেরেজ মোরার দখলে। মঙ্গলবার (০২ এপ্রিল) ১১৪ বছর বয়সে মারা গেছেন তিনি। তার মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্থানীয় সরকারি কর্মকর্তা ও তার পরিবার।

হুয়ান ভিসেন্টের মৃত্যুতে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এক্সে (সাবেক টুইটার) পোস্ট দিয়েছেন। পোস্টে তিনি লিখেছেন, ‘হুয়ান ভিসেন্ট পেরেজ মোরা ১১৪ বছর বয়সে অনন্তলোকে যাত্রা করেছেন।’

ভেনেজুয়েলার তাচিরা রাজ্যের এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে তাঁর জন্ম। মা–বাবার ১০ সন্তানের মধ্যে তিনি ছিলেন নবম।২০২২ সালের ৪ ফেব্রুয়ারি বিশ্বের সবচেয়ে বয়স্ক পুরুষ হিসেবে হুয়ান ভিসেন্টের নাম গিনেস ওয়ার্ল্ডস রেকর্ডস বুকে ওঠে। গিনেস কর্তৃপক্ষ জানায়, তখন তাঁর বয়স ছিল ১১২ বছর ২৫৩ দিন।

পেশায় কৃষক হুয়ান ভিসেন্ট ১১ সন্তানের পিতা। ২০২২ সাল পর্যন্ত তাঁর ৪১ জন নাতি-নাতনি ছিল। একই সময়ে হুয়ানের নাতি-নাতনিদের সন্তানের মোট সংখ্যা ছিল ১৮। আর এ সময় তাঁর নাতি-নাতনিদের সন্তানদের ঘরেও ছিল ১২ জন ছেলে-মেয়ে।

 

সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence