তুরস্কে নাইট ক্লাবে আগুন, নিহত ২৯

তুরস্কের ইস্তাম্বুলের একটি নাইট ক্লাবে আগুনে অন্তত ২৯ জন নিহত হয়েছেন। শহরের ১৬ তলা ভবনের বেজমেন্টে ছিল দ্য মাসকারেদ নামের ক্লাবটি। ক্লাবটিতে সংস্কারকাজ চলছিল, তাই এটি বন্ধ ছিল। মঙ্গলবার (২ এপ্রিল) দিনের বেলা এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইস্তাম্বুলের গভর্নর দাভুত জে ওয়ান গণমাধ্যমকে বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। তিনি বলেন, আশঙ্কা করা হচ্ছে, নিহত ব্যক্তিরা সংস্কারকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের কর্মী। বিকেল নাগাদ হতাহতের সংখ্যা বাড়ছিল।

আগুনে দগ্ধ অন্তত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে এক বিবৃতিতে জানিয়েছে ইস্তাম্বুলের গভর্নর অফিস।

এ ঘটনায় তদন্তের পাশাপাশি নৈশক্লাবের ব্যবস্থাপকসহ চার কর্মকর্তা ও সংস্কারকাজ পরিচালনাকারী প্রতিষ্ঠানের ব্যবস্থাপককে গ্রেপ্তার করা হয়েছে।

ইস্তাম্বুলের মেয়র ইকরিম ইমামগোলো এক্সে অগ্নিকাণ্ডের ঘটনায় শোক জানিয়ে বলেছেন, “যারা পরিবার-পরিজনকে হারিয়েছেন তাদের ওপর আল্লাহ দয়া করুক। যারা আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আমি।”

প্রাথমিকভাবে এই অগ্নিকাণ্ডে ১৫ জনের মৃত্যুর কথা জানানো হয়। পরবর্তীতে জানানো হয় ভয়াবহ এ অগ্নি দুর্ঘটনায় ২৯ জন নিহত হয়েছেন।


সর্বশেষ সংবাদ