ঈদুল ফিতরের নামাজ আদায়ের বিষয়ে যে নির্দেশনা সৌদিতে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০২ এপ্রিল ২০২৪, ০৮:২৮ PM , আপডেট: ০২ এপ্রিল ২০২৪, ০৮:৩৪ PM
ঈদুল ফিতরের নামাজ সূর্যোদয়ের ১৫ মিনিট পরই শুরুর নির্দেশ দিয়েছে সৌদি আরবের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। দেশটির বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের কর্মকর্তাদের কাছে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়।
সৌদি গেজেট জানিয়েছে, উম্ম আল-কুরা ক্যালেন্ডার অনুযায়ী নামাজের এই সময় ঠিক করে দিয়েছে মন্ত্রণালয়। ধর্মমন্ত্রী শেইখ আব্দুল্লাতিফ আল-শেইখ এক বিজ্ঞপ্তিতে রাজ্যের বিভিন্ন অঞ্চলে মন্ত্রণালয়ের সব শাখাকে এ নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
নির্দেশনায় বলা হয়, খোলা মাঠে এবং মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে হবে। তবে যেসব মসজিদের পাশে খোলা মাঠ কিংবা ঈদগাহ আছে, সেসব মসজিদের ভেতরে পবিত্র ঈদের নামাজ আদায় করা যাবে না।
মুসল্লিরা যেন নির্বিঘ্নে এবং আরামে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করতে পারেন, তাই আগে থেকে সংশ্লিষ্ট মাঠ ও মসজিদ পরিষ্কার–পরিচ্ছন্ন করা, প্রয়োজনীয় সংস্কারসহ প্রাথমিক প্রস্তুতির ওপর নির্দেশনায় গুরুত্বারোপ করা হয়।
সৌদি আরবে এবার রোজা শুরু হয়েছে ১১ মার্চ। রমজান মাসের শেষে চাঁদ দেখা সাপেক্ষে শাওয়াল মাসের প্রথম দিন ঈদ উদযাপন করবে মুসলিম বিশ্ব।