ফিলিপাইনে ৮ দিন ব্যাপী ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রামের কর্মশালা অনুষ্ঠিত

১০ মার্চ ২০২৪, ১০:২৫ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৫, ১০:৩৮ AM
কর্মশালা

কর্মশালা © টিডিসি ফটো

ফিলিপাইনে ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রাম ২০২৪–এর প্রথম কর্মশালা গত ২৮ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত ফিলিপাইনের একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। আট দিনব্যাপী আন্তর্জাতিক এই কর্মশালায় ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’–এর বিভিন্ন বিষয়ের ওপর পাঁচটি দেশের ১০ জন শিক্ষাবিদ অংশ নেন। 

কর্মশালায় বাংলাদেশ থেকে দুই সদস্যের দলের নেতৃত্ব দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গবেষণা ও শিক্ষণ ইনস্টিটিউটের অধ্যাপক ড. জাহিদা গুলশান। বাংলাদেশ দলের অন্য সদস্য হলেন একই ইনস্টিটিউটের প্রভাষক প্রিয়ম সাহা। 

কর্মশালায় অংশ নেওয়া অন্য দেশগুলো হলো—ফিলিপাইন, কেনিয়া, তানজানিয়া এবং উগান্ডা। ডিএইচএস প্রোগ্রামটির ফেলোদের প্রাথমিক উদ্দেশ্য হলো—নিজ নিজ দেশের মধ্যে ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’ ডেটার বিশ্লেষণ ও ব্যবহারের জন্য সক্ষমতা বৃদ্ধি করা। 

উল্লেখ্য, প্রতিবছর ডিএইচএস ফেলোশিপ প্রোগ্রামের পক্ষ থেকে ‘জনমিতি ও স্বাস্থ্য জরিপ’ ডেটা ব্যবহার করে গবেষণা প্রকল্প আহ্বান করা হয় এবং নির্বাচিত প্রকল্পগুলোর বিপরীতে ফেলোশিপ দেওয়া হয়। 

বিভিন্ন দেশ থেকে আবেদন করা ১০০ টিরও বেশি প্রকল্প থেকে ৫টি প্রকল্প ২০২৪ সালের ফেলোশিপের জন্য নির্বাচিত হয়। এই প্রোগ্রামের দ্বিতীয় কর্মশালা আগামী মে মাসে কেনিয়াতে অনুষ্ঠিত হবে।

বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!