আমাকে জেলে নিলেও ফুটো করে বেরিয়ে আসব: মুখ্যমন্ত্রী মমতা

ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  © সংগৃহীত

গতকাল বুধবার পদত্যাগ করেছেন ভারতের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। এরমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে দেশটির কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। সে প্রসঙ্গে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির উদ্দেশে মমতা বলেন, ‘আমরা সব চোর? আর আপনারা সাধু? সব চোরেদের জমিদার, জোতদার। মানুষের টাকা লুট করে বড় বড় কথা! চোরের মায়ের বড় গলা। শূন্য কলসি বাজে বেশি। আমাকে জেলে পুরলেও ফুটো করে বেরিয়ে আসব! আমাদের ছেলেমেয়েরা চোর নয়।’

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এক সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি থেকে তৃণমূলের বিভিন্ন নেতার গ্রেপ্তার প্রসঙ্গ উল্লেখ করে এসব কথা বলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এ সময় কয়লা ও গরু পাচার নিয়ে বিএসএফ এবং বিজেপির বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন মুখ্যমন্ত্রী মমতা। তিনি বলেন, ‘গরু পাচার, কয়লা পাচার— যা হচ্ছে তাতেই তৃণমূলের নাম করছে! গরু পাচার হচ্ছে সীমান্ত দিয়ে। ওখানে পাহারা দেয় বিএসএফ। কয়লা কে দেখে? সিআইএসএফ। কাদের সংস্থা? কেন্দ্রের। কোল ইন্ডিয়া কাদের? কেন্দ্রের। সব তোমাদের! আর দোষ তৃণমূলের?’ 

প্রসঙ্গত, জমি দুর্নীতি কাণ্ডে ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করে ইডি। এরই ধারাবাহিকতায় গতকাল পর্যন্ত প্রায় দু’দিন আত্মগোপন করে ছিলেন তিনি। এরপর করলেন পদত্যাগ। যদিও অনেক রাজনীতিকের ধারণা গ্রেপ্তার হতে হবে জেনেই তিনি এমনটা করেছেন। অবশ্য তেমনই ঘটেছে। পদ থেকে ইস্তফা দেওয়ার পরপরই এ দিন সকালে তাঁর খোঁজ মিলতেই হেমন্ত সোরেনের বাড়িতে যায় ইডির সাত সদস্যের একটি দল। এরপর জিজ্ঞাসাবাদ শেষে তাকে গ্রেপ্তার করা হয়। 

এদিকে গরু পাচার মামলায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল এখনও জেলবন্দি। গ্রেফতার হয়েছেন তাঁর মেয়ে সুকন্যাও। কয়লা পাচার মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে ইডি। অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় নারুলাকে‌ও জিজ্ঞাসাবাদ করেছিল ওই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence