ভারতের মাস্টার্স ডিগ্রির নিয়মে আসছে বড় পরিবর্তন

০৪ ডিসেম্বর ২০২৩, ১০:২৯ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৫৯ PM
ভারতের মাস্টার্স ডিগ্রির নিয়মে পরিবর্তন আনা হচ্ছে

ভারতের মাস্টার্স ডিগ্রির নিয়মে পরিবর্তন আনা হচ্ছে © হিন্দুস্তান টাইমস

ভারতের উচ্চশিক্ষা ক্ষেত্রে আসতে চলেছে বড় পরিবর্তন। এক বছরেই শেষ করা যাবে মাস্টার্স ডিগ্রি। তবে সবাই স্নাতকোত্তর স্তরে এ সুবিধা পাবেন না। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ২০২৪ সালের শিক্ষাবর্ষ শুরুর তোড়জোড় শুরু করে দিয়েছে। বহু কলেজে চার বছরের স্নাতক কোর্স চালু হবে। যারা চার বছরের স্নাতক কোর্স করে অনার্স ডিগ্রি পাবেন, তাঁরা এক বছরের কোর্স করেই স্নাতকোত্তরের ডিগ্রি নিতে পারবেন। খবর: হিন্দুস্তান টাইমস।

দেশটির বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্য অনুযায়ী, ২০২৪ শিক্ষাবর্ষ থেকে বিশ্ববিদ্যালয়গুলো এক বছরের স্নাতোকত্তর ডিগ্রি কোর্স চালু করতে পারবে। তবে যেসব শিক্ষার্থীরা চার বছরের স্নাতক কোর্সে পড়ে ডিগ্রি লাভ করবেন, শুধুমাত্র তাঁরাই এক বছরের কোর্সে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করবেন।

তবে ইউজিসি স্পষ্ট করে দিয়েছে, এক বছরের স্নাতকোত্তর ডিগ্রি কোর্সে ভর্তি হওয়া সব শিক্ষার্থীর জন্য বাধ্যতামূলক হবে না। মাস্টার্স ডিগ্রির দু’বছরের কোর্সেও ইচ্ছে করল ভর্তি হতে পারবেন শিক্ষার্থীরা। যারা চার বছরের স্নাতক কোর্সে ভর্তি হবেন, পড়াশোনা শেষে তাঁদের রিসার্চসহ অনার্স ডিগ্রি দেওয়া হবে।

দেশটির ১৫০টি বিশ্ববিদ্যালয়ে চার বছরের স্নাতক কোর্স চালু হয়েছে। আসন্ন শিক্ষাবর্ষ থেকে চার বছরের স্নাতক কোর্স চালু করা বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ৩০০ ছাড়িয়ে যাবে। ইউজিসি জানিয়েছে, দু'বছরের স্নাতকোত্তর কোর্সে রিসার্চের ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে। ২০২০ সালের জাতীয় শিক্ষা নীতি অনুযায়ী এ পরিবর্তন আনা হচ্ছে।

আরো পড়ুন: বাংলাদেশি শিক্ষর্থীদের ফেলোশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়

সদ্য স্নাতকোত্তর স্তরের জন্য নয়া ক্রেডিট কাঠামো প্রকাশ করেছে ইউজিসি। ২০২৪ সাল থেকে তা কার্যকর হবে। তবে সে ক্রেডিট ফ্রেমওয়ার্ক সে সব স্নাতকোত্ত পড়ুয়াদের জন্য প্রযোজ্য হবে, যাঁরা চার বছরের স্নাতক কোর্সে পড়াশোনা করে মাস্টার্সে ভর্তি হবেন। প্রাথমিকভাবে ১০৫টি বিশ্ববিদ্যালয় চার বছরের স্নাতক কোর্স বাস্তবায়ন হয়েছিল। চার বছরের স্নাতক কোর্স বাস্তবায়নকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৯টি কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ২৪টি রাজ্য-স্তরের বিশ্ববিদ্যালয়, ৪৪টি ডিমড বিশ্ববিদ্যালয় এবং ১৮টি বেসরকারি বিশ্ববিদ্যালয় ছিল।

এর মধ্যে দিল্লি বিশ্ববিদ্যালয়, আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়, জম্মু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, বিশ্বভারতী, রাষ্ট্রীয় সংস্কৃত বিশ্ববিদ্যালয় এবং মৌলানা আজাদ জাতীয় উর্দু বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠান ছিল। গত শিক্ষাবর্ষে চার বছরের স্নাতক কোর্স প্রণয়নকারী বিশ্ববিদ্যালয়ের সংখ্যা ১০৫ থেকে বেড়ে হয়েছে ১৫০।

প্রধান উপদেষ্টার সঙ্গে জামায়াত আমিরসহ ৪ সদস্যের বৈঠক আজ
  • ১৮ জানুয়ারি ২০২৬
দুবার সাংবাদিকদের ডেকে মতবিনিময় সভা বাতিল, এমপি প্রার্থী সম…
  • ১৮ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের প্রচারণায় প্রজাতন্ত্রের কর্মচারীদের বাধা নেই:…
  • ১৮ জানুয়ারি ২০২৬
স্নাতকে স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইলিনয় ওয়েসলিয়ান …
  • ১৮ জানুয়ারি ২০২৬
আনোয়ারায় রাস্তা সম্প্রসারণের কাজ চলাকালে গ্যাসলাইনে লিকেজ, …
  • ১৮ জানুয়ারি ২০২৬
৩ দাবিতে নির্বাচন কমিশনের সামনে ছাত্রদলের অবস্থান
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9