মাঝ আকাশে বিমানে ‘ভিক্ষাবৃত্তির’ ভিডিও ভাইরাল

১৬ জুলাই ২০২৩, ০৬:১৭ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
বিমানে সহযোগিতা চাইছেন এক ব্যক্তি

বিমানে সহযোগিতা চাইছেন এক ব্যক্তি © ভিডিও থেকে সংগৃহীত

সম্প্রতি এক পাকিস্তানি নাগরিকের বিমানে ভিক্ষাবৃত্তির একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পায়জামা পরা এক পাকিস্তানি নাগরিক বিমানের আসনের মাঝখানের রাস্তা দিয়ে ঘুরে ঘুরে অর্থ দাবি করছেন। তার হাতে একটি কাগজও ছিল। এ নিয়ে দেখা দিয়েছে সমালোচনা, 'ট্রলিং'। খবর দ্য ট্রিবিউনের।

তবে ওই ব্যক্তি ভিক্ষুক নন বলে দাবি করেছেন। তিনি পাকিস্তানে একটি মাদ্রাসা তৈরির জন্য অনুদান চাচ্ছিলেন জানিয়ে বলেন, ‘আমি ভিক্ষুক নই, আমি শুধু দান চাই। আমরা একটি মাদ্রাসা তৈরির জন্য তহবিল সংগ্রহ করছি। আপনি যদি অনুদান দিতে চান, উঠে আমার কাছে আসবেন না। আমি আপনার আসনের কাছে আসব।’

এদিকে বিমানে সহযোগিতা চাওয়ার ভিডিও ছড়িয়ে পড়ার পর ট্রলের শিকার হয়েছেন ওই ব্যক্তি। একজন মন্তব্য করেছেন, ‘পাকিস্তানি লোকটি ভিক্ষাবৃত্তিকে অন্য লেভেলে নিয়ে গেছে। একসঙ্গে অনেকগুলো ধনী লোক পাওয়ার জন্য আদর্শ জায়গা বিমানের ফ্লাইট এটা তিনি ভালোভাবে বুঝতে পেরেছেন। তাই তিনি একটি টিকিট বুক করে ফ্লাইটের মাঝখানে ভিক্ষা করতে শুরু করেছেন।’

আরেকজন লিখেছেন, ‘ভিক্ষাবৃত্তিকে পাকিস্তানের জাতীয় ক্রীড়া হিসাবে ঘোষণা করা উচিত।’

অন্যরা মনে করেন, এতে দোষের কিছু নেই, কারণ পাকিস্তানের শীর্ষ নেতারাও সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের কাছে ঋণের জন্য হাত বাড়িয়ে দিয়েছেন।

বরিশালে নিরাপদ সড়ক, তথ্য অধিকার ও বর্জ ব্যবস্থাপনা বিষয়ক শো…
  • ২৯ জানুয়ারি ২০২৬
মিরসরাই- ১ আসনের নির্বাচনী মাঠে লড়াই জমেছে ধানের শীষ ও দাঁড়…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হত্যাকাণ্ডের মাধ্যমে ১১ দলের জোয়ার বন্ধ করা যাবে না: নাহিদ…
  • ২৯ জানুয়ারি ২০২৬
হাসপাতালের সামনে ইজিবাইকে রেখে পানি কিনতে যান মা, শিশুকে নি…
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘ইট দিয়ে থেতলানো হয় মাথা’, যেভাবে খুন করা হয় জামায়াত নেতাকে
  • ২৯ জানুয়ারি ২০২৬
‘জুলায়ের পরও রাজনীতি করতে গিয়ে খুন হতে হবে, তা কল্পনাও করতে…
  • ২৯ জানুয়ারি ২০২৬