অস্কারে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতলেন মিশেল ইয়োহ

মিশেল ইয়োহ
মিশেল ইয়োহ  © সংগৃহীত

সুপারহিরো কমেডি ’এভরিথিং এভরিহ্যায়ার অল অ্যাট ওয়ানস’-এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে অস্কার জিতেছেন মিশেল ইয়োহ। মালয়েশিয়ায় জন্মগ্রহণকারী, ইয়েহ দক্ষিণ-পূর্ব এশীয় বংশোদ্ভূত প্রথম ব্যক্তি হিসেবে এই পুরস্কার জিতেন তিনি। খবর দ্যা গর্ডিয়ান

’এভরিথিং এভরিহ্যায়ার অল অ্যাট ওয়ানস’ সিনেমায় লন্ড্রোম্যাট ম্যানেজার ইভলিন ওয়াং-এর ভূমিকার জন্য সেরা অভিনেত্রী অস্কার জিতেছেন, যিনি বিকল্প বাস্তবতার একটি "মাল্টিভার্স" জুড়ে হোঁচট খেয়েছেন।

ইয়েহ ইতিমধ্যেই এভরিথিং এভরিহ্যায়ার অল অ্যাট ওয়ানস-এর জন্য অ্যাওয়ার্ড সিজনে যথেষ্ট মনোযোগ আকর্ষণ করেছে, যার মধ্যে সেরা অভিনেত্রীর জন্য বাফটা মনোনয়ন রয়েছে, এবং একটি ফিল্মে (কমেডি বা মিউজিক্যাল) সেরা অভিনেত্রীর জন্য গোল্ডেন গ্লোব এবং স্ক্রিন অ্যাক্টরসে সেরা অভিনেত্রীর গিল্ড পুরস্কার জিতেছে। ।

ইয়েহ তার পুরস্কারটি তার ছেলে মেয়েকে উৎসর্গ করে বলেন, "আজ রাতে আমার মতো দেখতে সব ছোট ছেলে ও মেয়েকে দিলাম যা আশা এবং সম্ভাবনার বাতিঘর।


সর্বশেষ সংবাদ