একজন স্বৈরাচার ভিসির পতন এবং শিক্ষার্থীদের বাঁধ ভাঙ্গা উল্লাস!

০১ অক্টোবর ২০১৯, ১০:৩৮ PM

© টিডিসি ফটো

আপনি যতই ক্ষমতাধর হোন না কেনো অন্যায়-অনিয়ম -অনাচারের মাত্রা যখনই ছাড়িয়ে যাবেন, তখন আপনার পতন হবে অপমানের সাথে।

একজন শিক্ষক, একজন অভিভাবক কতটা অত্যাচার করলে সব শিক্ষার্থীরা তার পতনের জন্য ঝাড়ু মিছিল করতে পারে! টানা ১০/১১ দিন আন্দোলন চালিয়ে যেতে পারে! তার পতনে বিশ্ববিদ্যালয়ে মিষ্টি বিতরণ করতে পারে! বিশাল আনন্দ মিছিল করতে পারে!

প্রিয় শিক্ষক সমাজ, আপনারা আমাদের কাছে পিতার মতো। সম্মান এবং ভালোবাসায় সবসময়ই আপনাদের সামনে আমাদের মাথা নিচু করি। বাবা- মা ছেড়ে যখন বিশ্ববিদ্যালয়ে আসি, তখন আপনাদেরকে আমাদের অভিভাবকের আসনে বসাই কিন্তু যখন আপনারা রাজনৈতিক দলের ইচ্ছে পূরণ করার জন্য, নিজের স্বৈরাচারী মনোভাবকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যায় করেন আপনার সন্তানের সাথে, তখনই আমরা হতাশ হই।

তবে আশার আলোও দেখি যে অন্যায়কারীদের পতন হবে। যার জ্বলন্ত উদাহরণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসির পতন।

দেশের প্রতিটি সেক্টরে যারা অন্যায়-অনিয়ম করছেন, আপনারাও তৈরি থাকুন। এই তরুণ সমাজের জাগরণেই আপনাদের পতন হবে এবং সেদিনই বাংলার প্রতিটি মানুষ স্বপ্ন সফল হবে।

ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভাই- বোনদের।

লেখক:

হাসান আল মামুন,
আহ্বায়ক,
বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

ধানের শীষে আস্থা রাখলে জনগণের প্রত্যাশিত পরিবর্তন হবে: তারে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
প্রশাসনিক অফিসার নিয়োগ দেবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আবে…
  • ২৫ জানুয়ারি ২০২৬
জামায়াতের প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন এলডিপি প্রা…
  • ২৫ জানুয়ারি ২০২৬
৭ম গণবিজ্ঞপ্তির সুপারিশ নিয়ে মন্ত্রণালয়-এনটিআরসিএ সভা মঙ্গল…
  • ২৫ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির এক বিদ্রোহী প্রার্থী
  • ২৫ জানুয়ারি ২০২৬
সুপারিশের দেড় মাস পরই কার্যকর হয়েছিল ৮ম পে স্কেল, এবারের বা…
  • ২৫ জানুয়ারি ২০২৬