নারীত্ব কোনো দুর্বলতা নয়

টিডিসি সম্পাদিত
টিডিসি সম্পাদিত

নারীর পরিচায়ক বা বৈশিষ্টকে দুর্বলতার প্রতীকী হিসেবে ব্যবহার করার প্রথা সমাজে বহু পূর্ব থেকেই প্রচলিত; যেখানে চুড়ি কিংবা শাড়ি পরানোর উপমার ইঙ্গিতে পুরুষকে তার ব্যক্তিত্বহীনতা ও পুরুষত্ব নিয়ে বিদ্রূপ করা হয়। আসলে এটি একটি বিষাক্ত পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি। যেকোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষই সত্য, ন্যায়, ন্যায্য অধিকারের জন্য জীবৎকাল লড়াই করে, এমনকি প্রাণ ত্যাগেও প্রস্তুত থাকে। কিন্তু যখন ন্যায়ের পক্ষে অবস্থান না নিয়ে ব্যক্তি নিশ্চুপ ভূমিকা পালন করে অন্যায়কে প্রশ্রয় দেয় স্বাভাবিকভাবেই তখন তা তার ভীত ও ব্যক্তিত্বহীন মানসিকতার পরিচয় দেয়। এই ভঙ্গুর শিরদাঁড়ার মানুষ সবার কাছেই ঘৃণ্য ও পরিত্যাজ্য। 

সমাজের সব ক্ষেত্রেই তাকে ত্যাজ্য করা আবশ্যক, তবে তার অধম ও সাহসহীনতার কাটাক্ষে যেন না থাকে নারীত্বের তুলনা। চুড়ি, শাড়ি পরিধান করানোর উপমা দিয়ে নারীর মনস্তাত্ত্বিককে মিলিয়ে তাকে দুর্বল প্রমাণ করার চেষ্টা করা যেন নারীত্বকেই দুর্বল প্রমাণ করা। একজন মানুষকে ব্যক্তিত্বসম্পন্ন ও শক্তিশালী করে তোলে তার নির্ভীক চিন্তাধারা ও বৈষম্যহীন মানসিকতা, তার শারিরীক গঠন কিংবা কাঠামো নয়। যেভাবে ভীরু, শিরদাঁড়াহীন মানসিকতা কোনো লিঙ্গকে নির্দেশ করেনা তেমনি সাহস, উদ্যমও কোনো লিঙ্গে সীমাবদ্ধ নয়। তাই ভীরুতার প্রতীক হিসেবে চুড়ি পরানোর ইঙ্গিতে লিঙ্গ বৈষম্যের যে প্রথা সমাজে প্রচলিত আছে তা বন্ধ করতে হবে।

আরও পড়ুন: নারী দিবস কীভাবে এলো, প্রতীক বেগুনি রং কেন

শিরদাঁড়াহীন পরিচয় দেওয়া ব্যক্তি একজন পুরুষ হিসেবে নয়, বরং মানুষ হিসেবেই ব্যর্থ। এ ছাড়া চুড়ি, শাড়ি এগুলো নারীর পরিচায়ক যা সৌন্দর্য, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক। এগুলোকে দুর্বলতার প্রতীক বানিয়ে পুরুষকে ব্যঙ্গ করা যেন নারীর অবমূল্যায়ন করারই আরেকটি রূপ। অন্যদিক এটি সমাজে এমন একটি ভুল বার্তা দেয় যে, পুরুষ মানেই সবসময় কঠিন, দৃঢ় এবং শক্তিশালী। নরম বা সংবেদনশীল হলে তাকে ‘নারীর মতো’ বলে ছোট করা হয়। এতে পুরুষ নিজের আবেগ, অনুভূতি প্রকাশে সামাজিক ও মানসিকভাবে যে বাধার সম্মুখীন হয় তা মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর।

নারী ও পুরুষ উভয়ই ইতিহাসে হাজারবার সাহস, উদ্যম ও বীরত্বের পরিচয় দিয়েছে। উভয়ের আত্মত্যাগেই যেন পরিবার, সমাজ ও ভূখণ্ড পূর্ণতা লাভ করে। এক লিঙ্গ বীরত্বের প্রতীক অপর লিঙ্গ দুর্বলতার- এ যেন নারীর বীরত্বের আত্মত্যাগকেই অস্বীকার করা। শাড়ি, চুড়ি দুর্বলতার প্রতীক নয়, নারীত্বের প্রতীক। শাড়ি, চুড়ি কোনোভাবেই নারীর বীরত্ব কমায় না বরং বাড়ায়, ইতিহাসের বীরাঙ্গনারা যেন তারই প্রমাণ।

লেখক: শিক্ষার্থী
প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগ,
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা 
ইমেইল: samihatasnim543@gmail.com


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence