জুলাই আন্দোলনের মূল বিষয় মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা সংস্কার

টিডিসি সম্পাদিত
টিডিসি সম্পাদিত

জুলাই আন্দোলনের মূল বিষয় হলো মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনিদের কোটা সংস্কার। এই আন্দোলনটি মুক্তিযোদ্ধাদের ছেলেমেয়েদের কোটা বিষয়ক নয়; বরং, এটি নাতি-নাতনিদের অধিকার ও সুযোগ-সুবিধার পুনর্বণ্টন নিয়ে আলোচনা করে। 

মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততির জন্য ৫ শতাংশ কোটা বর্তমানেও বিদ্যমান। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সন্তান-সন্ততির জন্য নতুন করে কোটা যোগ করা হয়নি। বরং, ওই ৫ শতাংশ কোটার ভেতরেই জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য কোটা বরাদ্দ করা হয়েছে।  এভাবে ধরা যেতে পারে, মুক্তিযোদ্ধাদের সন্তান-সন্ততির জন্য এখন ২.৫ শতাংশ এবং জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য ২.৫ শতাংশ কোটা রয়েছে।  

নিউজ মিডিয়ায় বিষয়টি অনেক সময় ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। কিছু মিডিয়া হেডলাইন দিয়েছে যেন নতুন করে ৫ শতাংশ কোটা যোগ করা হয়েছে জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য। এটি সঠিক নয়। মুক্তিযোদ্ধাদের একক আধিপত্য কমানো হয়েছে এবং প্রতিযোগিতামূলক পরিবেশ তৈরি করা হয়েছে।

আরও পড়ুন: মাস্টার্সের শিক্ষার্থী ঐশীর ঘুরে দাঁড়ানোর গল্প

যদি কেউ জুলাই শহীদ ও আহতদের পরিবারের জন্য কোটার বিরোধিতা করেন, তবে মুক্তিযোদ্ধাদের জন্য থাকা ৫% কোটাও বিলুপ্ত করতে হবে। এটি একটি সাম্যের দেশ। একটি দলের আবেগ দিয়ে বাদ দেওয়া এবং অন্যটির বেলায় চুপ থাকা গ্রহণযোগ্য নয়।  মুক্তিযোদ্ধাদের ছেলে-মেয়ে এবং নাতি-নাতনিরা গত ৫৪ বছর ধরে সরকারি সুবিধা ও ভাতা ভোগ করেছেন। জুলাই শহীদ ও আহতদের পরিবারের সন্তান-সন্ততির জন্য সুযোগ সৃষ্টি করা বৈষম্য নয়; বরং এটি দেশের প্রতি তাদের ঋণ পরিশোধের একটি পদক্ষেপ। দেশের জন্য জীবন দেওয়া বা অঙ্গহানি হওয়া একটি অকল্পনীয় ত্যাগ। এই ত্যাগের প্রতি সম্মান প্রকাশ করা হিপোক্রেসি নয়, বরং এটি নৈতিক দায়িত্ব।  

হয় মুক্তিযোদ্ধা ও জুলাই শহীদ-আহতদের পরিবারের ছেলে-মেয়েদের জন্য কোটা বজায় রাখতে হবে। অথবা, উভয় পক্ষের জন্য কোটা বিলুপ্ত করে সম্পূর্ণ সমতার ভিত্তিতে প্রতিযোগিতা চালু করতে হবে।  

জুলাই আন্দোলন এবং মুক্তিযোদ্ধা কোটা সংস্কার নিয়ে আলোচনার সময় আমাদের সবসময় ইতিহাস, নৈতিকতা এবং সাম্যের দৃষ্টিকোণ থেকে বিচার করা উচিত। দেশের জন্য যারা ত্যাগ করেছেন, তাদের প্রতি সম্মান প্রকাশ করা হিপোক্রেসি নয়, বরং এটি একটি দেশের জনগণের কর্তব্য।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence