আমরা বিশ্বমানের প্রকৌশলী তৈরির আগে সেতু নির্মাণ করি

ড. কামরুল হাসান মামুন
ড. কামরুল হাসান মামুন  © ফাইল ছবি

আমাদের আগে প্রকৌশলী দরকার, তারপর সেতু নির্মাণ। আমাদের আগে মহাকাশ প্রকৌশলী দরকার, তারপর স্যাটেলাইট তৈরি। আমাদের আগে পরমাণু পদার্থবিজ্ঞানী দরকার, তারপর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ। কিন্তু দুর্ভাগ্যবশত, আমরা এই যৌক্তিক ক্রম উল্টে ফেলি।

আমরা বিশ্বমানের প্রকৌশলী তৈরির আগে সেতু নির্মাণ করি। আমরা নিজেদের মহাকাশ প্রকৌশলী গড়ে তোলার পরিবর্তে স্যাটেলাইট কিনি। আমরা এমনকি একজন বিশ্বমানের পরমাণু পদার্থবিজ্ঞানী ছাড়াই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করি।

এ সব কিছু করা হয় তথাকথিত মেগা প্রকল্পের নামে আমাদের অর্থ চুরি করার জন্য! এদেরকে কীভাবে গালি দিলে যথেষ্ট গালি দেওয়া হবে, জানি না। শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ না করে দেশটাকে শেষ করে ফেলছে। কথায় আছে don’t put the cart before the horse!

আরো পড়ুন: আওয়ামী লীগ সরকার বিসিএসকে কেন এত উচ্চতায় উঠিয়েছিল

ভারত আগে গাড়ি নিজেরা বানিয়েছে, তারপর কিনেছে। ভারত আগে ইঞ্জিনিয়ার বানিয়েছে, পদার্থবিদ বানিয়েছে, মহাকাশ বিজ্ঞানী বানিয়েছে তারপর স্যাটেলাইট বানিয়েছে। মেট্রো বানিয়েছে, পরমাণু বিদ্যুৎ কেন্দ্র বানিয়েছে। শুধু ভারত না। ভারত আমাদের নিকটতম প্রতিবেশী বলে তাদের উদাহরণ দিলাম। 

পৃথিবীর সকল সভ্য শিক্ষিত দেশই এইটা করে। আমাদের রাজনীতিবিদরা যে কত অশিক্ষিত বর্বর ও দুর্নীতিবাজ, এসব দেখলেই বোঝা যায়।

লেখক: অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়।

(ফেসবুক থেকে নেওয়া)


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence