প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ নেই: এনটিআরসিএ

১৯ জুলাই ২০২২, ০১:৪২ PM
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলের মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ নেই। আমাদের যে পরিপত্র আছে সেই পরিপত্রে প্যানেল করে নিয়োগের কথা বলা হয়নি।

মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) এক ঊর্ধ্বতন কর্মকর্তা।

৪৫ দিন ধরে রাজধানীতে নিবন্ধনধারীদের একটি অংশ প্যানেলের মাধ্যমে নিয়োগের দাবিতে অনশন করছেন। এ বিষয়ে ওই কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, দেখুন আমরা ২০১৫ সাল থেকে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করে আসছি। আমাদের নিয়োগের যে পরিপত্র সেখানে কোথাও প্যানেলের মাধ্যমে নিয়োগের কথা উল্লেখ করা নেই। ফলে আমরা চাইলেও প্যানেলের মাধ্যমে নিয়োগ দিতে পারবো না।

শিক্ষা মন্ত্রণালয় কিংবা সরকারের উচ্চ পর্যায় থেকে প্যানেল করার নির্দেশনা দেওয়া হলে সেটি বাস্তবায়ন করবেন কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, যখন নির্দেশনা আসবে তখন এ বিষয়ে কথা বলা যাবে।

প্যানেলের মাধ্যমে নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্যানেলের মাধ্যমে যে নিয়োগের কথা বলা হচ্ছে তা কতটা বাস্তব সম্মত সেটি আমাদের আগে দেখতে হবে। বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) আইনে প্যানেল করে নিয়োগ দেওয়া যাবে কিনা সেটি দেখতে হবে। এ বিষয়ে এনটিআরসিএ’র চেয়ারম্যান ভালো বলতে পারবেন।

জাবিতে গণধিকার পরিষদের এমপি প্রার্থীর পূজা মণ্ডপ পরিদর্শন
  • ২৪ জানুয়ারি ২০২৬
বিএনপি অফিসের আলোকসজ্জার ছবি তোলায় জামায়াতের নির্বাচনী সভায়…
  • ২৪ জানুয়ারি ২০২৬
১০ টাকা কেজি চাল, ঘরে ঘরে চাকরি আর ফ্যামিলি কার্ডের মত প্রত…
  • ২৪ জানুয়ারি ২০২৬
ভোট ইঞ্জিনিয়ারিং করে নির্বাচন বানচাল করলে জনগণ প্রতিহত করবে…
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির ১০ দিনের নির্বাচনী পদযাত্রা শুরু রবিবার
  • ২৪ জানুয়ারি ২০২৬
এনসিপির জেলা আহ্বায়ককে দল থেকে অব্যাহতি
  • ২৪ জানুয়ারি ২০২৬