চতুর্থ গণবিজ্ঞপ্তি: শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু ১৬ জুনের পর

বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ  © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে চলতি মাসেই শূন্য পদের তথ্য সংগ্রহ করা হবে। আগামী ১৬ জুন আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে শূন্য পদের তথ্য সংগ্রহের বিষয়ে জানানো হবে।

রবিবার (১২ জুন) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান এনামুল কাদের খান।

এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, গত ৭ জুন আমাদের ই-রেজিস্ট্রেশনের সময়সীমা শেষ হয়েছে। এখন আমরা ই-রিকুইজিশনের মাধ্যমে শূন্য পদের তথ্য সংগ্রহ শুরু করব। আগামী ১৬ জুন আমাদের একটি সভা রয়েছে। সভা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

আরও পড়ুন: অটোমেশন হচ্ছে শিক্ষকদের এমপিওভুক্ত কার্যক্রম: শিক্ষামন্ত্রী

কবে নাগাদ চতুর্থ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এমন প্রশ্নের জবাবে এনামুল কাদের খান আরও বলেন, এটি এই মুহূর্তে বলা মুশকিল। শূন্য পদের তথ্য সংগ্রহ শেষ হলে বলা যাবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!