৭২ হাজার শূন্য পদের সঠিকতা যাচাইয়ে চিঠি এনটিআরসিএর
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৭ ডিসেম্বর ২০২৫, ০৬:২০ PM
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে সপ্তম গণবিজ্ঞপ্তি প্রকাশের লক্ষ্যে শূন্য পদের তথ্য সংগ্রহ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ গণবিজ্ঞপ্তির জন্য ৭২ হাজার শূন্য পদের তথ্য পাওয়া গেছে। এ পদের সঠিকতা যাচাইয়ে সংশ্লিষ্ট অধিদপ্তরগুলোতে চিঠি পাঠানো হয়েছে।
রবিবার (৭ ডিসেম্বর) এনটিআরসিএ এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) দুটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য জানিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, তিনটি পৃথক চিঠি তিনটি অধিদপ্তরে পাঠানো হয়েছে। মাউশিতে পাঠানো চিঠিতে স্কুল-কলেজের জন্য প্রাপ্ত ৩০ হাজার ২৭৯টি শূন্য পদের তথ্যের কথা উল্লেখ করা হয়েছে। মাদ্রাসার চিঠিতে ৪০ হাজার ৮৩৮ এবং কারিগরি অধিদপ্তরে পাঠানো চিঠিতে ৮৯১টি পদের সঠিকতা যাচাইয়ের কথা উল্লেখ করা হয়েছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে মাউশির এক কর্মকর্তা দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এনটিআরসিএর চিঠি আমরা পেয়েছি। তারা তিন কার্যদিবসের মধ্যে পদের সঠিকতা যাচাইয়ের জন্য অনুরোধ করেছেন। আমরা এই সময়সীমার মধ্যেই তথ্য যাচাই করে এনটিআরসিএকে অবহিত করব।’
এনটিআরসিএর পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘৭ম নিয়োগ সুপারিশের বিজ্ঞপ্তি প্রচারের আগে স্কুল-কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান থেকে প্রবেশ পর্যায়ে শিক্ষকের শূন্যপদের চাহিদা অনলাইনে সংগ্রহ করা হয়েছে। শূন্যপদের চাহিদাটি অনলাইনে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান কর্তৃক সাবমিটের পর সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং জেলা শিক্ষা অফিসারের কাছ থেকে যাচাই করে এনটিআরসিএর কাছে অনলাইনে পাঠিয়েছেন।
ই-রিকুইজিশানে উল্লিখিত শূন্যপদের প্রাপ্যতা সর্বশেষ জনবল কাঠামো ও এমপিও নীতিমালা অনুযায়ী সঠিক আছে কিনা সংশ্লিষ্ট অধিদপ্তর থেকে অধিকতর যাচাইয়ের লক্ষ্যে এনটিআরসিএর নিয়োগ সংক্রান্ত পরিপত্রের ৪.০ অনুচ্ছেদের পরিপ্রেক্ষিতে শূন্যপদের তালিকার সফট কপি সিডিতে কপি করে পাঠানো হলো।
শূন্যপদের সঠিকতা আগামী ৩ কর্মদিবসের মধ্যে যাচাই করে সফট কপির সর্বডানে কমেন্ট কলামে তথ্য সঠিক হলে Correct, তথ্য সঠিক না হলে Incorrect মন্তব্য লিখে অন্যান্য তথ্য হুবহু বহাল রেখে এনটিআরসিএ বরাবর পাঠানোর জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’