বিশেষ গণবিজ্ঞপ্তি নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান

আমিনুল ইসলাম
আমিনুল ইসলাম  © ফাইল ছবি

৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া নিবন্ধনধারীদের জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন সাপেক্ষে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

সোমবার নিজ দপ্তরে দ্য ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এসব কথা বলেন বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান আমিনুল ইসলাম।

এদিকে বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশের দাবিতে মঙ্গলবার (২৬ আগস্ট) শিক্ষা উপদেষ্টার দপ্তরে স্মারকলিপি জমা দিয়েছেন ১৮তম নিবন্ধনধারীরা। এ সময় এনটিআরসিএ চেয়ারম্যান আমিনুল ইসলামের সঙ্গেও কথা বলেও নিবন্ধনধারীরা।

শিক্ষা উপদেষ্টার দপ্তরে জমা দেওয়া স্মারকলিপিতে তারা বলেন, ২০২৩ সালের ২ নভেম্বর ১৮তম বিজ্ঞপ্তি প্রকাশের সময় ১৮,৬৫,৭১৯ জন আবেদনকারীর মধ্যে প্রিলিমিনারি, লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে সর্বোচ্চ মেধার স্বাক্ষর রেখে ৬০,৫২১ জন প্রার্থী চূড়ান্তভাবে উত্তীর্ণ হন। তবে ১৯ আগস্ট প্রকাশিত ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফলে লক্ষাধিক পদের বিপরীতে মাত্র ৪১,৬২৭ জন প্রার্থী সুপারিশপ্রাপ্ত হয়েছেন। ফলে প্রায় ৬০ হাজার শূন্য পদ থাকা সত্ত্বেও ১৮তম পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ১৬,২১৩ জন প্রার্থী তাদের শিক্ষক হওয়ার স্বপ্ন পূরণে ব্যর্থ হয়েছেন।

প্রার্থীরা জানিয়েছেন, মেধা ও যোগ্যতা সত্ত্বেও চূড়ান্ত নিয়োগ না পাওয়ায় তারা হতাশা, মানসিক চাপ ও পারিবারিক-সামাজিক চাপের মুখোমুখি হচ্ছেন। যেহেতু নতুন পদ্ধতিতে ১৯তম পরীক্ষা ও নিয়োগ প্রদান হবে, তাই তারা অনুরোধ জানিয়েছেন যে, ১৮তম সকল নিয়োগ বঞ্চিত প্রার্থীদের সুপারিশ নিশ্চিত করার পর ১৯তম সার্কুলার জারি করা হোক।

নিবন্ধন প্রার্থীরা স্মরণ করিয়ে দিয়েছেন, ২০২২ সালের ০৬ ফেব্রুয়ারি শিক্ষক সংকট নিরসনে ১৫,১৬৩ জন প্রার্থীর জন্য বিশেষ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। তাদের দৃঢ় বিশ্বাস, এবারও ৬০ হাজারের অধিক শূন্য পদ পূরণের জন্য এনটিআরসিএ কর্তৃপক্ষ বিশেষ গণবিজ্ঞপ্তির মাধ্যমে ১৮তম পরীক্ষায় উত্তীর্ণ ১৬,২১৩ জন প্রার্থীর নিয়োগ প্রদান করবে।


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!