৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে যা জানা গেল

এনটিআরসিএ
এনটিআরসিএ  © ফাইল ফটো

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ পর্যায়ে শিক্ষক নিয়োগের ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে। যদিও এ বিষয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।

রোববার (৬ জুলাই) সকালে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, ওয়েবসাইট আপডেটের জন্য গত বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত ১৮ ঘণ্টা আবেদন বন্ধ ছিল। এ ছাড়া প্রদর্শক পদের প্রার্থীরা আবেদন করতে পারেননি। এ অবস্থায় আবেদনের সময় কিছুটা বাড়ানো হতে পারে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসিএর সহকারী পরিচালক পদমর্যাদার এক কর্মকর্তা জানান, '৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদনের সময় বাড়ানো নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় আবেদনের সময় কিছুটা বাড়ানোর ব্যাপারে ইতিবাচক মনোভাব রয়েছে। আগামীকাল সোমবার অফিস শুরুর পর ঊর্ধ্বতন কর্মকর্তা এ বিষয়ে আলোচনা করতে পারেন। তারক যদি না চান তাহলে হয়তো আবেদনের সময় বাড়বে না।'

এর আগে সারা দেশের এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১ লাখ ৮২২ জন শিক্ষক নিয়োগ দেওয়ার লক্ষ্যে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশ করে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। গত ২২ জুন থেকে শুরু হওয়া এই আবেদন ১০ জুলাই রাত ১২টা পর্যন্ত চলার কথা রয়েছে। আবেদন ফি জমা দেয়ার সময়সীমা নির্ধারণ করা হয়েছে ১৩ জুলাই পর্যন্ত। 

প্রসঙ্গত, প্রকাশিত ৬ষ্ঠ বিজ্ঞপ্তি অনুযায়ী, দেশের স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা শিক্ষাপ্রতিষ্ঠানে মোট এক লাখ ৮২২টি এমপিওভুক্ত শূন্যপদে শিক্ষক নিয়োগ দেয়া হবে। এর মধ্যে স্কুল ও কলেজে ৪৬ হাজার ২১১টি, মাদ্রাসায় ৫৩ হাজার ৫০১টি, এবং কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা প্রতিষ্ঠানে এক হাজার ১১০টি পদ রয়েছে।

আবেদনের যোগ্যতা নির্ধারণে বলা হয়েছে, প্রার্থীর বয়সসীমা ৪ জুন ২০২৫ তারিখে সর্বোচ্চ ৩৫ বছর হতে হবে, যেদিন ১৮তম শিক্ষক নিবন্ধন পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশিত হয়েছে। পাশাপাশি, নিবন্ধন সনদের মেয়াদ ফল প্রকাশের তারিখ থেকে তিন বছরের মধ্যে থাকতে হবে। বয়স ও সনদের মেয়াদের শর্ত পূরণ না করলে প্রার্থী আবেদন করতে পারবেন না।


সর্বশেষ সংবাদ