১৮তম নিবন্ধনের প্রিলির ফল ও লিখিত পরীক্ষা নিয়ে যা বললেন সচিব

২৪ মার্চ ২০২৪, ০৭:৩৮ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ১২:২৯ PM
ওবায়দুর রহমান ও এনটিআরসিএ লোগো

ওবায়দুর রহমান ও এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

যে কোনো নিবন্ধন পরীক্ষার পর আমরা আউটসোর্সিং করি। এবারও বিজ্ঞপ্তি দিয়ে আউটসোর্সিং করা হয়েছে। আমরা ১০টি প্রতিষ্ঠান পেয়েছি যারা খাতা মূল্যায়নে আগ্রহী। আমরা খুব দ্রুত সময়ের মধ্যে এই ১০টির মধ্যে একটি প্রতিষ্ঠান নির্বাচন করব। এরপর ১৮তম নিবন্ধনের ওএমআর শিট মূল্যায়ন শুরু হবে।

সম্প্রতি দ্যা ডেইলি ক্যাম্পাসের সঙ্গে আলাপকালে এসব কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) সচিব ওবায়দুর রহমান।

তিনি বলেন, চলতি (মার্চ) মাসের মধ্যে আউটসোর্সিংয়ের মাধ্যমে নির্বাচিত প্রতিষ্ঠানের মাধ্যমে খাতা মূল্যায়ন শুরু হবে। এরপর ২০ থেকে ২৫ দিন লাগবে ওএমআর শিট দেখতে। আমরা ফল প্রকাশের ক্ষেত্রে তাড়াহুড়ো করতে চাই না। আশা করছি এপ্রিলের মধ্যে ১৮তম নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করতে পারব।

১৮তম নিবন্ধনের লিখিত পরীক্ষা কবে আয়োজন করা হতে পারে এমন প্রশ্নের জবাবে এনটিআরসিএ সচিব আরও বলেন, এপ্রিলের মধ্যে প্রিলিমিনারির ফল প্রকাশ করা গেলে মে মাসের মধ্যে লিখিত পরীক্ষা আয়োজনের চেষ্টা করা হবে।

এর আগে গত ১৫ মার্চ ১৮তম শিক্ষক নিবন্ধনের স্কুল/সমপর্যায় ও স্কুল পর্যায়-২ এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত দেশের ৮টি বিভাগের ২৪ জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন ১৮ লাখ ৬৫ হাজার প্রার্থী।

মনোনয়ন বৈধ করতে নতুন উদ্যোগ মঞ্জুরুল আহসান মুন্সীর
  • ২২ জানুয়ারি ২০২৬
১০ দলীয় জোট সরকার গঠন করবে : নাহিদ ইসলাম
  • ২২ জানুয়ারি ২০২৬
বহিষ্কৃত দুই নেতাকে দলে ফেরাল বিএনপি, পদ হারালেন আরেকজন
  • ২২ জানুয়ারি ২০২৬
শাবিপ্রবিতে প্রথম বর্ষে ভর্তির সম্ভাব্য তারিখ নির্ধারণ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রশাসনের অনুমতি না পেয়ে গেটে শেখ মুজিবের সমাধিসৌধ জিয়ারত,…
  • ২২ জানুয়ারি ২০২৬
৩০০ আসনে প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি, কোন দলের কত?
  • ২২ জানুয়ারি ২০২৬