বয়সে ছাড় নিয়ে যা জানালেন এনটিআরসিএ চেয়ারম্যান 

০৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৫৬ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
সাইফুল্লাহিল আজম

সাইফুল্লাহিল আজম © ফাইল ছবি

১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বয়সে ছাড় দেওয়ার বিষয়টি আমাদের হাতে নেই। চাকরিতে বয়সে ছাড় দেওয়ার এখতিয়ার জনপ্রশাসন মন্ত্রণালয়ের। মন্ত্রণালয় চাইলে ৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়া হবে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসের সাথে আলাপকালে এ কথা জানান বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) চেয়ারম্যান সাইফুল্লাহিল আজম।

এনটিারসিএ’র চেয়ারম্যান বলেন, করোনাভাইরাসের কারণে সরকার চাকরিতে বয়সের ক্ষেত্রে ৩৯ মাস ছাড় দিয়েছিলেন। তবে সেটি বন্ধ করে দেওয়া হয়েছে। নতুন করে আমাদের কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। এ বিষয়টি পুরোপুরি মন্ত্রণালয়ের হাতে।

এদিকে ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণদের বয়সে ছাড় দেওয়ার দাবি জানিয়েছেন ১৭তম নিবন্ধনে বয়স ৩৫ বছর অতিক্রম হওয়া চাকরিপ্রার্থীরা। তারা বলছেন, এই নিবন্ধনের কার্যক্রম শেষ করতে প্রায় চার বছর লেগেছে। অনেকের বয়স শেষ হয়ে গেছে। অনেকের বয়স শেষের দিকে। এই অবস্থায় ৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়ার দাবি তাদের।

এ বিষয়ে মো. রাজ্জাকুল হায়দার নামে এক চাকরিপ্রার্থী জানান, ৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়ার দাবিতে শিক্ষা মন্ত্রণালয়, এনটিআরসিএতে স্মারকলিপি দেওয়া হয়েছে। আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। আমাদের যৌক্তিক দাবি আদায় করেই মাঠ ছাড়ব।

ময়মনসিংহে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় বিএনপির তিন নেতা বহিষ্কার
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচন উপলক্ষে শ্রমিকদের টানা তিনদিনের সাধারণ ছুটি
  • ২২ জানুয়ারি ২০২৬
নেত্রকোনার আলোচিত সেই ইউনওর বদলির আদেশ বাতিল
  • ২২ জানুয়ারি ২০২৬
সিলেটের সব অনুষ্ঠানে তারেক রহমানের পাশেই ছিলেন স্ত্রী ডা. জ…
  • ২২ জানুয়ারি ২০২৬
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে টানা চার দিনের ছুটি!
  • ২২ জানুয়ারি ২০২৬
নির্বাচনি আচরণবিধি মানতে নির্বাচন কমিশনের আহ্বান
  • ২২ জানুয়ারি ২০২৬