গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড়ের দাবিতে ১৭তম নিবন্ধনধারীদের মানববন্ধন ১২ ফেব্রুয়ারি
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৩ PM , আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৬:৪৭ PM
৫ম গণবিজ্ঞপ্তিতে বয়সে ছাড় দেওয়ার দাবিতে আগামী সোমবার (১২ ফেব্রুয়ারি) মানববন্ধনের ডাক দিয়েছেন চাকরিপ্রার্থীরা। ১৭তম শিক্ষক নিবন্ধনে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্ব নিবন্ধনধারীরা এ মানববন্ধন পালন করবেন।
জানা গেছে, আগামী সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হবে। সকাল ১০টা থেকে মানববন্ধন কর্মসূচি শুরু হবে। দাবি আদায় না হলে মানববন্ধন থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হতে পারে।
১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা উত্তীর্ণ মোঃ রাজ্জাকুল হায়দার বলেন, বিজ্ঞপ্তি প্রকাশ থেকে শুরু করে মৌখিক পরীক্ষার ফল প্রকাশ করতে প্রায় চার বছর সময় লেগে যায়। এই অবস্থায় অনেকের বয়স শেষ হয়ে গেছে। কাজেই বয়সে ছাড় পাওয়া ১৭তম নিবন্ধনধারীদের যৌক্তিক দাবি। আমরা আমাদের দাবি আদায়ে মানববন্ধনের ডাক দিয়েছি। সকল ভুক্তভোগীদের এ মানববন্ধন কর্মসূচিতে যোগ দেওয়ার আহবানও জানান তিনি।’
মোঃ ইউসুফ ইমন নামে আরেক চাকরিপ্রার্থী জানান, ‘করোনার কারণে সরকার চাকরির ক্ষেত্রে ৩৯ মাস বয়সে ছাড় দিয়েছিল। এই ছাড় পাওয়ার প্রকৃত দাবিদার ১৭তম নিবন্ধনধারীরা। বয়সে ছাড় দেওয়া না হলে অর্ধেকের বেশি নিবন্ধনধারী চাকরি পাওয়া থেকে বঞ্চিত হবেন। এর দায় এনটিআরসিএ কোনো ভাবেই এড়াতে পারে না। আমরা আমাদের দাবি আদায় করেই ঘরে ফিরবো। আমরা আশা করছি আমাদের যৌক্তিক দাবি আদায়ে সকল নিবন্ধনধারী আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করবেন।’
এর আগে একই দাবিতে, জনপ্রশাসন মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং এনটিআরসিএ’র চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ১৭তম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ ৩৫ ঊর্ধ্বরা।