শিক্ষক নিবন্ধনের পাস নম্বর ৫০ হতে পারে

০৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩৩ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
এনটিআরসিএ লোগো

এনটিআরসিএ লোগো © ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধনের সনদ অর্জনের মাধ্যমে। নিবন্ধনের প্রিলিমিনারি ও লিখিত পরীক্ষায় পৃথকভাবে ৪০ শতাংশ নম্বর পেলে পাস ধরা হয়। তবে আগামীতে পাস নম্বর বাড়ানো হতে পারে।

এনটিআরসিএর একাধিক কর্মকর্তার সাথে কথা বলে জানা গেছে, বর্তমানে শূন্য পদের চাহিদা থেকে ২০ শতাংশ বেশি প্রার্থীকে উত্তীর্ণ করা হচ্ছে। তবে ভবিষ্যতে যতগুলো শূন্যপদ থাকবে সেই সংখ্যক সনদ দেওয়া হবে। এক্ষেত্রে পাস নম্বরও বাড়ানো হতে পারে। 

এনটিআরসি’র একটি সূত্র জানিয়েছে, গণহারে শিক্ষক নিবন্ধন সনদ দেওয়ার প্রক্রিয়া থেকে বেরিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে। ভবিষ্যতে শিক্ষক হওয়ার যোগ্যতা রয়েছে এমন প্রার্থীদেরই পাস করানো হবে। এক্ষেত্রে মৌখিক পরীক্ষাতেও কড়াকড়ি করা হতে পারে। এটি বাস্তবায়ন হলে সনদ পাওয়া ব্যক্তিরা বেকার থাকবেন না। 

আরও পড়ুন: বদলি নাকি ৫ম গণবিজ্ঞপ্তি— কোনটি আগে জানাল এনটিআরসিএ

এ বিষয়ে এনটিআরসিএ’র সচিব মো. ওবায়দুর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমরা সবাইকে নিবন্ধন সনদ দিতে চাই না। বিষয় ভিত্তিক শূন্য পদের চাহিদা অনুযায়ী শিক্ষক নিবন্ধনের সনদ দিতে চাই। এর ফলে কেবল পাস করলেই নিবন্ধন সনদ পাওয়ার সুযোগ বন্ধ হবে।

তিনি আরও বলেন, ভবিষ্যতে আমরা শিক্ষক নিবন্ধনের পাস নম্বর বাড়ানোর পরিকল্পনা করছি। আমাদের পরিকল্পনা বাস্তবায়ন হলে পাস নম্বর ৫০ হবে। এতে সহজেই কেউ নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন না। মেধাবীরাই পরীক্ষায় পাস করবে। আমরা অধিক মেধাবী শিক্ষক পাব।  

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের খসড়া দেখুন এখানে
  • ২২ জানুয়ারি ২০২৬
হাদি হত্যায় ফয়সালের ঘনিষ্ঠ সহযোগী রুবেল ৬ দিনের রিমান্ডে
  • ২২ জানুয়ারি ২০২৬
বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে ক্রিকেটাররা কী বলেছেন প্রশ্নে যা বল…
  • ২২ জানুয়ারি ২০২৬
বছরে ৬০, প্রথম কিস্তিতে ১৫ হাজার করে বৃত্তি পেলেন ঢাবির ১৫০…
  • ২২ জানুয়ারি ২০২৬
শিক্ষক অবসর ও কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ জারি
  • ২২ জানুয়ারি ২০২৬
শিক্ষক অবসর ও কল্যাণ ট্রাস্ট অধ্যাদেশ জারি
  • ২২ জানুয়ারি ২০২৬