সেসিপের গণবিজ্ঞপ্তির ফল প্রকাশ, সুপারিশ পেলেন ১৬৯ জন

সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রোগ্রামের (সেসিপ) আওতাধীন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে ট্রেড ইনস্ট্রাক্টর নিয়োগের প্রাথমিক সুপারিশের ফল প্রকাশ করা হয়েছে। প্রাথমিকভাবে ১৬৯ জনকে নিয়োগের জন্য নির্বাচিত করা হয়েছে।

বুধবার (৯ আগস্ট) রাতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে স্বাক্ষর করেছেন এনটিআরসিএর শিক্ষাতত্ত্ব ও শিক্ষা মান শাখার সদস্য (অতিরিক্ত দায়িত্ব) মো. মাসুদুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট শূন্যপদের সংখ্যা ১০টি ট্রেডে মোট ২৪৭টি(এমপিও)। তার মধ্যে ট্রেড ইনস্ট্রাক্টর পদে  প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীর সংখ্যা ১৬৯ জনকে নিয়োভের জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিতদের মধ্যে পুরুষ ১৩০ জন এবং মহিলা ৩৯ জন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, কিছুপদে শূন্য পদের সংখ্যা কম কিন্তু প্রার্থী বেশি।যেমন, বিল্ডিং মেইনটেন্যান্সের ট্টেডে শূন্য পদ ১১, আবেদন ৪৯, ড্রেস মেকিং ট্রেডে শূন্য পদ ১৯টি, আবেদন ৫২ ইত্যাদি।  আবার কিছু পদের ক্ষেত্রে পদের চেয়ে আবেদনকারী কম, যেমন ফুড প্রসেসিং ট্রেডে পদ ১৯টি আবেদনকারী ১১জন, আইসিটিতে পদ ৯৭, আবেদন কারী ৭৮, ইত্যাদি। প্লাম্বিং এণ্ড পাইপ ফিটিং এর ৮টি শূন্যপদে কোনো আবেদন পাওয়া যায়নি।

ট্রেড ইনস্ট্রাক্টর পদে প্রাথমিকভাবে নির্বাচিত ১৬৯ জন  প্রার্থীর ফলাফল প্রার্থী এবং প্রতিষ্ঠানকে এসএমএস এর মাধ্যমে জানানো হয়েছে। পুলিশ ভেরিফিকেশনের পরে নিয়োগ সুপারিশ প্রদান করা হবে।


সর্বশেষ সংবাদ

×
  • Application Deadline
  • December 17, 2025
  • Admission Test
  • December 19, 2025
APPLY
NOW!
GRADUATE ADMISSION
SPRING 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence