চতুর্থ গণবিজ্ঞপ্তি

মেধাতালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের অবস্থান

মেধাতালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের অবস্থান
মেধাতালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া প্রার্থীদের অবস্থান  © ফাইল ছবি

চতুর্থ গণবিজ্ঞপ্তিতে মেধাতালিকায় এগিয়ে থেকেও সুপারিশ না পাওয়া চাকরিপ্রার্থীরা অবস্থান কর্মসূচি শুরু হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রবিবার (০৭ মে) সকাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) কার্যালয়ের সামনে আসতে শুরু করেন চাকরিপ্রার্থীরা।

৪র্থ গণবিজ্ঞপ্তিতে ভুক্তভোগী ও নিয়োগ প্রত্যাশী শিক্ষক ফোরামের আহবায়ক মো. আনিসুর রহমান বলেন, আমরা অনেকেই যে ৪০টি প্রতিষ্ঠান পছন্দক্রমে দিয়েছিলাম। তার একটিতেও কাউকে সুপারিশ করা হয়নি। অথচ মেধাতালিকায় পিছিয়ে থেকে, আমাদের চেয়ে কম নম্বরধারীদের ওই প্রতিষ্ঠানগুলোতে চাকরির সুপারিশ করা হয়েছে।

‘‘আমরা অনেকেই বিষয়টি নিয়ে লিখিত অভিযোগ দিয়েছি। তবে কোনো এনটিআরসিএ’র পক্ষ থেকে আমাদের সমস্যার কোনো সমাধান করা হয়নি।’’ বিষয়টি সমাধানের দাবিতে তারা এ অবস্থান কর্মসূচি শুরু করেছেন বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: শূন্য পদের তথ্য চাইল এনটিআরসিএ

মো. আনিসুর রহমান আরও বলেন, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের কর্মসূচি পালন করব। তবে আামাদের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চলবে। দাবি আদায় করেই আমরা বাড়ি ফিরব।

ভুক্তভোগীদের তিন দাবি হলো-
* প্রার্থীদের মেধাক্রম, পছন্দক্রম এবং গণবিজ্ঞপ্তির ৭ নং পয়েন্ট অনুযায়ী সুপারিশ করতে হবে।
* প্রকাশিত ত্রুটিপূর্ণ প্রাথমিক ফলাফল বাতিল করতে হবে। একই সাথে এই ধরনের ভুলের সঠিক কারণ তুলে ধরতে হবে।
* পুনরায় নির্ভুল ফলাফল প্রকাশ করতে হবে।


সর্বশেষ সংবাদ