ভাসানচরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করার উদ্যোগ

০৩ এপ্রিল ২০২১, ০১:১৮ PM

© ফাইল ছবি

নোয়াখালীর জেলার হাতিয়ার ভাসানচরে অবস্থান করা রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করা উদ্যোগ নিচ্ছে সরকার। সরকার বলছে, কক্সবাজার শরনার্থী ক্যাম্প থেকে ১৫ হাজার মিয়ানমারের নাগরিককে ওই চরে স্থানান্তর করা হয়েছে।

ভাসানচরে রোহিঙ্গা শিশুদের শিক্ষা নিশ্চিত করার বিষয়ে প্রাথমিক আলোচনা করতে আগামী ৮ এপ্রিল এক সভার আয়োজন করেছে শিক্ষা মন্ত্রণালয়। ওইদিন দুপুরে ভার্চুয়াল মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হবে। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এতে সভাপতিত্ব করবেন।  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে বিষয়টি জানা গেছে।

সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়, মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তরের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া কক্সবাজার ও নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা শিক্ষা কর্মকর্তা সভায় অংশ নেবেন। 

মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার আনুষ্ঠানিক ঘোষণা দিল কলকাতা …
  • ০৩ জানুয়ারি ২০২৬
মাগুরা-২ আসনের  নিতাই রায় চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
অবশেষে মোস্তাফিজকে ছেড়ে দিলো কলকাতা
  • ০৩ জানুয়ারি ২০২৬
চাঁদপুরে তিন আসনে মনোনয়নপত্র যাচাই-বাছাই সম্পন্ন
  • ০৩ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জে বাসচাপায় অজ্ঞাতনামা বৃদ্ধ নিহত
  • ০৩ জানুয়ারি ২০২৬
ঝিনাইদহ-১ আসনে বিএনপি প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা
  • ০৩ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!