পথশিশুদের মাঝে বসুন্ধরা শুভসংঘের টুথব্রাশ ও পেস্ট বিতরণ
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ১১ মে ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ১২ মে ২০২৫, ১২:৩৩ PM
রাস্তায় বেড়ে ওঠা ছন্নহীন পথশিশুদের মাঝে মৌলভীবাজারে টুথব্রাশ ও পেস্ট বিতরণ করেছে বসুন্ধরা শুভসংঘ। রবিবার (১১ মে) দুপুরে মৌলভীবাজার পৌর শহরের মনুনদীর ওয়াকওয়েতে এ টুথপেস্ট ও টুথব্রাশ বিতরণ করা হয়।
এসময় বসুন্ধরা শুভসংঘের জেলা সভাপতি এম মুহিবুর রহমান মুহিবের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী, দৈনিক কালের কণ্ঠের জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, বসুন্ধরা শুভসংঘের জেলা শাখার সহসভাপতি ফখরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু তাহেল রানা, সদস্য মো. সামি, মৌলভীবাজার পথ শিশুদের বিদ্যাপীঠ আনন্দ পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল সালাম, আনন্দ পাঠশালার শিক্ষক সাবিনা আক্তার, জান্নাতুল ফেরদাউস উর্মি, ফাহিমা সুলতানা লিজা প্রমুখ।
আরও পড়ুন: পা দিয়ে লিখে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ১৯২তম মানিক
পরে অতিথিরা ৫০ জন পথশিশু ছেলে ও মেয়েকে বসুন্ধরা শুভসংঘের পক্ষ থেকে উপহার হিসেবে একটি করে ব্রাশ ও এক প্যাকেট করে টুথপেস্ট হাতে তুলে দেয়।
পথশিশুরা বলেন, আমরা কোনো সময় ব্রাশ করতে পারি নাই। এখন নিয়মিত ব্রাশ করব। ব্রাশ করার সঠিক নিয়ম শিখতে পেরেছি। এখন থেকে সকাল-রাত দুই বেলা ব্রাশ করব।
আরও পড়ুন: তিন পাবলিক বিশ্ববিদ্যালয়ে অস্থিরতা
মৌলভীবাজার পথ শিশুদের বিদ্যাপীঠ আনন্দ পাঠশালা প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল সালাম বলেন, ব্যতিক্রম আয়োজন করায় বসুন্ধরা শুভসংঘের পরিচালকসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাচ্ছি। শুভসংঘের মানবিক কার্যক্রম অব্যাহত থাকার অনুরোধ।
বসুন্ধরা শুভসংঘের উপদেষ্টা মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজলুল আলী বলেন, ওরাল হেলথ এবং হাইজিন যেটি স্বাস্থ্য সুরক্ষার জন্য খুবই প্রয়োজনীয়। দাঁত ও মাড়ির যত্ন না নিলে বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয় এবং যে কারণে স্বাস্থ্যের ঝুঁকি বাড়ে। তাই পথশিশুদের মাঝে পেস্ট ও টুথ ব্রাশ দেওয়া হয়েছে।