হাঁসের ছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্নাতক পড়ুয়া ছাত্রের
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ০৬:৪৯ PM , আপডেট: ২৩ আগস্ট ২০২২, ০৬:৪৯ PM
রংপুরে হাঁসের ছানাকে বাঁচাতে গিয়ে অটো উল্টে স্নাতক পড়ুয়া এক ছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) বদরগঞ্জ উপজেলার বৈরামপুর নামক স্থানে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম আশরাফুল ইসলাম (২২)। তিনি উপজেলার লোহানীপাড়া ইউনিয়নের বাতাসন এলাকার সাইবুর রহমানের ছেলে। আশরাফুল দিনাজপুরের ফুলবাড়ি সরকারি কলেজের অনার্স দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত ছিলেন।
আরও পড়ুন: ছাত্রকে পিটিয়ে সাতটি বেত ভাঙলেন কোচিংয়ের শিক্ষক, ভিডিও ভাইরাল
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানার ওসি হাবিবুর রহমান হাবিব। তিনি জানান, মঙ্গলবার দুপুরে বাড়ি বদরগঞ্জ যাওয়ার পথে কালুপাড়া ইউনিয়নের বৈরামপুরের সড়কে থাকা একদল হাঁসের ছানাকে বাঁচাতে গিয়ে জোরে ব্রেক করায় একটি অটো রিকশা সড়কেই উল্টে যায়। এতে যাত্রী আশরাফুল ইসলাম অটোর নিচে পরে। গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
ওসি আরও জানান, আশরাফুল ছুটিতে বাড়ি এসে উপজেলা সদরে পারিবারিক কাজে যাচ্ছিলেন তিনি।