সহকারী শিক্ষা অফিসারের বিরুদ্ধে প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ

ভুক্তভোগী প্রধান শিক্ষক
ভুক্তভোগী প্রধান শিক্ষক   © সংগৃহীত

খাগড়াছড়িতে সদর উপজেলা সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসার বিরুদ্ধে এক প্রধান শিক্ষককে পেটানোর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীর নাম মৌসুমী ত্রিপুরা (৪৪)। তিনি খাগড়াছড়ি সদরের মহালছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার (১৬ আগস্ট) দুপুর ১২টার দিকে উপজেলা সহকারী শিক্ষা অফিসারের কার্যালয়ে এ ঘটনা ঘটে। পরে আহত শিক্ষককে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

হাসপাতালে চিকিৎসাধীন মৌসুমী ত্রিপুরা জানান, ‘আজ মঙ্গলবার সকালে বিদ্যালয়ের ভাঙা গেট মেরামতের আবেদন নিয়ে গেলে সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা তাকে মারধর করে। সুভায়ন খীসাকে তার স্বামী বলেও দাবি করেন প্রধান শিক্ষক।’

অভিযোগ অস্বীকার করে সহকারী শিক্ষা অফিসার সুভায়ন খীসা জানান, ‘কথা-কাটাকাটির একপর্যায়ে দরজায় ধাক্কা লেগে পড়ে গিয়ে আঘাত পেয়েছেন তিনি। বিয়ের খবরটি ভিত্তিহীন।’

এই বিষয়ে খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন বলেন এ ঘটনায় জড়িত ব্যক্তির বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার কথা জানান। 


সর্বশেষ সংবাদ